বনকর্মীদের সামনেই জেসিবি'র সঙ্গে হাতির লড়াই ডুয়ার্সে, ক্ষুব্ধ পরিবেশপ্রেমীরা
আজকাল | ০২ ফেব্রুয়ারি ২০২৫
অতীশ সেন: এ যেন জেসিবি'র সাথে হস্তির কুস্তি। জঙ্গল লাগোয়া চাষের জমির মাঝে সম্মুখসমরে দাঁড়িয়ে রয়েছে পরস্পর যুযুধান দুই প্রতিপক্ষ। এ যেন একে অপরের শক্তি দূর থেকে পরখ করে নেওয়া। জেসিবি'র চালক সেটির 'লোডার বাকেট'টি হাতির শুড়ের মতোই উঁচু করে রেখেছে, ক্রমাগত সেটি ওঠানামা করিয়ে যেন হাতিটিকে যুদ্ধে আহ্বান জানাচ্ছে। এর পরই দেখা গেল ক্রুদ্ধ আহত দাঁতাল হাতিটি জেসিবির দিকে এগিয়ে চলেছে। জেসিবির চালকও পেছনে হাটবার পাত্র নন, তিনিও এগোচ্ছেন হাতিটির দিকে। এক মুহুর্ত পর হাতিটি ছুটে গিয়ে প্রবল শক্তি দিয়ে জেসিবি'কে মাথা দিয়ে আঘাত করল। সেই আঘাতে জেসিবি প্রাক কুপোকাত। লোহার ধারালো দাঁত ওয়ালা 'বাকেট'এ ধাক্কা দেওয়াতে হাতিটিও আহত হল, ঝরল তার রক্ত। জেসিবি চালক টাল সামলে আবারো হাতিটিকে ধাক্কা দিয়ে মাঠ থেকে তাড়িয়ে জঙ্গলের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা শুরু করল। গোটা ঘটনাটা ঘটল বনদপ্তরের কর্মী, আধিকারিকদের সামনে। ঘটনার সময় সেখানে হাজির কয়েক হাজার স্থানীয় মানুষ। তারা রোমান গ্লাডিয়েটর'দের যুদ্ধ দেখার মতোই পৈশাচিক আনন্দে এই লড়াইও উপভোগ করছেন। ডুয়ার্সের ওদলাবাড়ির এমনই হাড়হিম করা একটি ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই পরিবেশপ্রেমীরা তীব্র ক্ষোভ প্রকাশ করছেন।
জানা গিয়েছে একটি আহত দাঁতাল হাতি শনিবার ভোরে ক্রান্তি ব্লকের কাঠমবাড়ি এলাকা থেকে বেতগুঁড়ি বাগান হয়ে মাল ব্লকের কুমলাই গ্রাম পঞ্চায়েতের সেনপাড়ায় পৌঁছায়। এর পর সেটি ডামডিম চা বাগানের ঢুকে পড়ে। শনিবার সারাদিন হাতিটি সেখানেই ছিল। স্থানীয়দের থেকে জানা গিয়েছে হাতিটির পায়ে, চোখে এবং দেহের বিভিন্ন জায়গায় আঘাত রয়েছে। তা থেকে রক্তও ঝড়ছিল। হাতিটি সম্ভবত ঠিকমতো দেখতে পাচ্ছে না। অন্য কোনও বুনো হাতির সাথে এলাকা দখলের লড়াইয়ে এই হাতিটি আহত হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। তারঘেরা রেঞ্জ ও আপালচাঁদ জঙ্গলের আশেপাশে চা বাগানে ঘুরে বেড়ানোর সময় স্থানীয়রা হাতিটিকে উত্যক্ত করতে শুরু করে, ক্রমে তা অত্যাচারের পর্যায়ে পৌঁছায়।
ডামডিমের সেনপাড়া এলাকার একটি নজর মিনারের কাছাকাছি দাঁড়িয়ে থাকার সময় স্থানীয় মানুষের উপর বিরক্ত হয়ে হাতিটি একটি কংক্রিটের নজরমিনারে আক্রমণ করে। হাতিটির ধাক্কায় নজরমিনারটি কিছুটা হেলে যায়। এই সময়েও হাতিটির কপালে চোট লাগে। এর পরেই চা বাগানে কাজ করা একটি জেসিবি হাতিটিকে তাড়িয়ে জঙ্গলে ফেরানোর জন্য এগিয়ে যায়। সেই ঘটনারই ভিডিও প্রকাশ্যে এসেছে। হাতিটির উপর যেভাবে এক কথায় নির্যাতন চালানো হয়েছে তা নিয়ে পরিবেশপ্রেমীরা সরব হয়েছেন। জেসিবি চালকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবী জানানোর সাথেই হাতিটির চিকিৎসা দ্রুত শুরু করার দাবীও তারা জানান।