নিকাশি নালা পরিষ্কার করতে নেমে বিপত্তি, কলকাতায় মৃত্যু তিন শ্রমিকের
আজকাল | ০২ ফেব্রুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: নিকাশি নালা সাফ করতে নেমে আবারও বিপত্তি। কলকাতায় মৃত্যু হল তিন শ্রমিকের। ঘটনাটি ঘিরে শনিবার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কলকাতা লেদার কমপ্লেক্স থানা এলাকায়।
জানা গেছে, এদিন ট্যানারিতে নিকাশি নালায় নেমে কাজ করার সময় তিনজনের মৃত্যু হয়েছে। শ্বাসরোধ হয়েই মৃত্যু হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশ। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ।
পুলিশ জানিয়েছে, আজ ট্যানারির নোংরা, আবর্জনা পরিষ্কার করার জন্য কাজে নেমেছিলেন কয়েকজন শ্রমিক। উচ্ছিষ্ট চামড়া বর্জ্যের গন্ধে শ্বাসকষ্টে তিনজন শ্রমিকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক অনুমান। তিনজনের পরিচয় এখনও জানা যায়নি। তিনজনের মৃতদেহ এখনও ম্যানহোলের ভিতরে আটকে আছে। দমকলের কর্মীরা এবং কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন।