• জলপাইগুড়িতে রাস্তায় অজ্ঞাত পরিচয় প্রৌঢ়ের রক্তাক্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য
    বর্তমান | ০২ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: রাস্তার মাঝে অজ্ঞাত পরিচয় প্রৌঢ়ের রক্তাক্ত দেহ উদ্ধার। আজ, রবিবার সকালে হলদিবাড়ি-জলপাইগুড়ি রোডে ঘুঘুডাঙা এলাকায় দেহটি উদ্ধার হয়েছে। মৃতের বয়স আনুমানিক ৫৫ বছর। এদিন সকালে রাস্তায় তাঁকে পড়ে থাকতে দেখেন এলাকার মানুষজন। প্রৌঢ়ের মাথায় গুরুতর চোট ছিল বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। প্রাথমিক তদন্তের পর পুলিসের অনুমান, কোনও গাড়ির ধাক্কায় ওই প্রৌঢ়ের মৃত্যু হয়েছে। এদিন ভোরে এলাকায় ঘন কুয়াশাও ছিল। সেই সময়ই ঘটনাটি ঘটে থাকতে পারে বলে মনে করছেন পুলিস অধিকারিকরা। পুলিসের তৎপরতায় ওই প্রৌঢ়কে সেখান থেকে উদ্ধার করে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। তবে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিসের দাবি, ওই প্রৌঢ় ভবঘুরে। তবে পুলিস জানিয়েছে, গোটা ঘটনাটির তদন্ত শুরু করা হয়েছে। ম়়ৃতের পরিচয় জানারও চেষ্টা চলছে।
  • Link to this news (বর্তমান)