• জয়নগরে বধূকে অপহরণ করে ধর্ষণ, খুনের চেষ্টার অভিযোগ! উত্তেজনা
    বর্তমান | ০২ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে বধূকে অপহরণ করে ধর্ষণ এবং খুনের চেষ্টার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। আজ, রবিবার সকালে একটি ফাঁকা মাঠ থেকে ওই বধূকে উদ্ধার করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তিনি বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। জয়নগর থানার পুলিস গোটা ঘটনাটির তদন্ত শুরু করেছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে জয়নগর থানার জাঙ্গালিয়া গ্রামের একটি ফাঁকা মাঠে ওই বধূর আর্তনাদ শুনতে পান গ্রামবাসীরা। ঘটনাস্থলে গিয়ে স্তম্ভিত হয়ে যান তাঁরা। গ্রামবাসীদের দাবি, গুরুতর জখম অবস্থায় ওই বধূ মাঠের মধ্যে কাদায় পড়েছিলেন। তাঁর গলায় জড়ানো ছিল ওড়না। মুখে ছিল রক্তের দাগ। গ্রামবাসীরা জানিয়েছেন, ঠিক ভাবে কথা বলতে পারছিলেন না নির্যাতিতা। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় জয়নগর থানার পুলিস। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাঁকে বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। নির্যাতিতা জানিয়েছেন, গতকাল অর্থাৎ শনিবার রাতে সাবির নামে এক যুবক তাঁকে অপহরণ করে। এরপর তাঁকে ওই মাঠে নিয়ে এসে সে প্রথমে ধর্ষণ করে এবং পরে গলায় ওড়নার ফাঁস দিয়ে খুনের চেষ্টা করে। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে পুলিস গোটা বিষয়টি খতিয়ে দেখছে।
  • Link to this news (বর্তমান)