লেদার কমপ্লেক্স থানা এলাকায় নিকাশি নালা পরিষ্কার করতে নেমে বিপত্তি! মৃত্যু তিন শ্রমিকের
বর্তমান | ০২ ফেব্রুয়ারি ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতায় নিকাশি নালা পরিষ্কার করতে নেমে তলিয়ে গেলেন তিন শ্রমিক। আজ, রবিবার সকালে ঘটনাটি ঘটেছে লেদার কমপ্লেক্স থানা এলাকায়। ঘটনায় তিন শ্রমিকেরই মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। পুলিস সূত্রে খবর, মৃতদের নাম ফরজেম শেখ, হাসি শেখ এবং সুমন সর্দার।
সূত্রের খবর, এলাকার ওই নালায় রাসায়নিক মিশ্রিত জল জমে গিয়েছিল। কেএমডিএ-এর উদ্যোগে সেটি পরিষ্কার করার কাজ চলছিল। ওই কাজেই নিযুক্ত ছিলেন তিনজন শ্রমিক। কিন্তু দীর্ঘক্ষণ কেটে গেলেও তাঁরা ওই নালার ভিতর থেকে বের না হলে সন্দেহ হয় স্থানীয়দের। এরপরই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় লেদার কমপ্লেক্স থানার পুলিস। ডাকা হয় উদ্ধারকারী দলকে। এমনকী শ্রমিকদের খোঁজে নামানো হয় ডুবুরিকেও। প্রায় ঘণ্টাখানেকের চেষ্টার পর তিনজন শ্রমিককে নালার ভিতর থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, দমবন্ধ হয়েই তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই, মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এদিন ঘটনাস্থল পরিদর্শনে যান মেয়র ফিরহাদ হাকিম। তিনি এই ঘটনায় ইতিমধ্যেই রিপোর্ট তলব করেছেন।