• আবাসে কাটমানি নেওয়ার অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে
    দৈনিক স্টেটসম্যান | ০২ ফেব্রুয়ারি ২০২৫
  • আবাস যোজনার প্রথম কিস্তির টাকা ঢুকতেই জোর করে কাটমানি নেওয়ার অভিযোগ। তুমুল চাঞ্চল্য মালদহ জেলার হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের রাধানগর গ্রামের। অভিযোগের তির বিজেপির পঞ্চায়েত সদস্যার স্বামীর বিরুদ্ধে। এই ঘটনা নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে এলাকায়। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন বিজেপির পঞ্চায়েত সদস্যা। এই ঘটনাকে তৃণমূলের চক্রান্ত বলে দাবি করেছেন তিনি। ইতিমধ্যেই গোটা ঘটনাটি জেলা প্রশাসনকে জানিয়েছে ভুক্তভোগী পরিবার।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাধানগর গ্রামের বাসিন্দা বিচ্ছু দাস পেশায় দিনমজুর। দুই ছেলে এবং দুই মেয়ে নিয়ে কাঁচা বাড়িতে বসবাস তাঁর। সেই কারণে আবাস যোজনার ঘর চেয়ে আবেদন জানিয়েছিলেন তিনি। নির্ধারিত তালিকায় তাঁর নামও আসে। কিন্তু প্রথম কিস্তির টাকা ঢুকতেই ঝামেলার সূত্রপাত। জোর করে কাটমানি নেওয়ার অভিযোগ ওঠে বিজেপির পঞ্চায়েত সদস্যার স্বামীর বিরুদ্ধে। বাড়ি করার স্বপ্ন ভুলে চিন্তায় রাতের ঘুম উড়ে যায় বিচ্ছুর।

    প্রথম কিস্তির ৬০ হাজার টাকা ঢোকার পর সেই মেসেজ যায় ওই বুথের বিজেপির পঞ্চায়েত সদস্যা রীতা দাসের স্বামী সূর্য দাসের মোবাইলে। এরপরই সূর্য ওই পরিবারকে জোর করে ব্যাঙ্কে নিয়ে গিয়ে ১৫ হাজার টাকা তুলিয়ে এনে কাটমানি নেন। বিজেপি নেতা বিচ্ছুকে হুমকির সুরে জানায়, কাটমানি না দিলে দ্বিতীয় কিস্তির টাকা আটকে দেওয়া হবে। ফলে বাধ্য হয়েই টাকা দিতে রাজি হয় ওই অসহায় পরিবার।

    এদিকে বিপুল পরিমাণ কাটমানি দিয়ে কার্যত নিঃস্ব হয়ে পড়ে হতদরিদ্র পরিবারটি। তাঁরা বাড়ি তৈরির কাজ বন্ধ করে দিতে বাধ্য হন। এনিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। এলাকার বিজেপি নেতৃত্বের সাফাই, দলের কাছে অভিযোগ এলে ব্যবস্থা নেওয়া হবে। আর রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের বক্তব্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, উপভোক্তারা যাতে কোথাও কাটমানি না দেন। অথচ হরিশ্চন্দ্রপুর এলাকায় কখনও কংগ্রেস আবার কখনও বিজেপি সাধারণ মানুষকে এইভাবে ঠকাচ্ছে। জেলাশাসক নীতিন সিংহানিয়া বিডিওকে এই বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। অভিযোগ প্রমাণিত হলে এফআইআর দায়ের করা হবে বলে প্রশাসন সূত্রে খবর।

    দিন কয়েক আগে প্রায় একই ধরনের ঘটনা ঘটে হুগলিতে। বাংলার বাড়ি প্রকল্পের টাকা থেকে কাটমানি আদায়ের জন্য হুমকি দেওয়ার অভিযোগ ওঠে বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের সদস্যার বিরুদ্ধে। খানাকুল-২ নম্বর ব্লকের জগৎপুর গ্রাম পঞ্চায়েতের জগৎপুর দক্ষিণপাড়া এলাকায় রীতিমতো শোরগোল পড়ে যায়। বিজেপি পঞ্চায়েত সদস্যা অপর্ণা বর ও তাঁর স্বামী বুধন বর তাঁদের কাছে ১০ হাজার টাকা করে কাটমানি দাবি করেছেন বলে অভিযোগ তোলেন একাধিক উপভোক্তা।

    এরপর উপভোক্তারা খানাকুল দু’নম্বর বিডিওর কাছে লিখিত ভাবে অভিযোগ জানিয়েছেন। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি পঞ্চায়েত সদস্য অপর্ণা বর। তাঁর দাবি, বিজেপির পরিচালিত পঞ্চায়েতকে দুর্নাম করার জন্য কিছু লোক ইচ্ছাকৃতভাবে অপপ্রচার চালাচ্ছে। এটা তৃণমূলের ষড়যন্ত্র ছাড়া আর কিছু নয়।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)