আরজি কর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ-খুনের ঘটনায় পুনরায় বিচারের দাবি জানাবেন নির্যাতিতার মা-বাবা। সেই উদ্দেশ্য নিয়ে রবিবার মালদায় আইনজীবী তড়িৎ ওঝার সঙ্গে দেখা করেন তাঁরা। পরবর্তী আইনি পদক্ষেপ নিয়ে দু'পক্ষের আলোচন হয়। আরজি করের ঘটনায় সঞ্জয় দোষী সাব্যস্ত হয়েছে। কিন্তু আরও কেউ ওই ঘটনায় জড়িত, এই সন্দেহ নির্যাতিতার মা-বাবার।
মালদার ইংরেজবাজার শহরের আইনজীবী তড়িৎ ওঝার বাড়িতে রবিবার সকালে আসেন নির্যাতিতার মা-বাবা। আইনজীবী তড়িৎ ওঝা জানিয়েছেন, আরজি কর কাণ্ডের ঘটনায় শুধুমাত্র সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হয়েছে। এই রায় গ্রহণযোগ্য নয়। আসলে এই মামলায় যারা প্রথম থেকে যুক্ত তাদের ধরা হয় নি। আইনজীবীর দাবি, ‘প্রথম তদন্তে কলকাতা পুলিশ যা করেছে, তার উপর নির্ভর করেই সিবিআই চার্জশিট জমা দিয়েছে। এই ঘটনার সঙ্গে আরও অনেকেই যুক্ত রয়েছে। হাইকোর্টে রি-ট্রায়ালের বিষয়গুলি নিয়ে এদিন ওঁরা দু’জনে আমার সঙ্গে দেখা করে কথা বলেছেন।’
নির্যাতিতার মা জানান, তদন্ত সঠিক পথে এগোয়নি। প্রথম দিন থেকেই তাঁরা ধোঁয়াশার মধ্যে ছিলেন, আজও রয়েছেন। তিনি বলেন, ‘প্রভাবশালী বলেই কাউকে হয়তো আড়াল করা হচ্ছে। প্রভাবশালী কেউ রয়েছে বলেই তাকে সামনে আনা হচ্ছে না। সঞ্জয় রায় দোষী, কিন্তু আরও অনেকেই এই ঘটনায় জড়িত। এটা একটা প্রতিষ্ঠানিক খুন। এখানে প্রতিষ্ঠানের সবাই জড়িত।’ নির্যাতিতার বাবা বলেন, ‘তদন্ত যদি সঠিক পথে চলত তা হলে নতুন করে উত্তর খোঁজার জন্য কোর্টে কোর্টে যাওয়ার দরকার প্রয়োজন হতো না।’
উল্লেখ্য, আরজি কর কাণ্ডে শিয়ালদহ আদালত ইতিমধ্যে সঞ্জয় রায়কে ইতিমধ্যে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শুনিয়েছে। তবে আরজি কর-কাণ্ডের তদন্ত নিয়ে প্রশ্ন তুলে ইতিমধ্যে কলকাতা হাইকোর্ট ও সুপ্রি করতে আবেদন করেছেন নির্যাতিতার মা-বাবা।