• ‘আঁধার রাতের মশাল হোক’, সরস্বতী পুজোর থিমেও আরজি করের ঘটনার প্রতিবাদ
    এই সময় | ০২ ফেব্রুয়ারি ২০২৫
  • আরজি করের ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। মিছিল, অনশন, মানব বন্ধন, সর্বত্র দাবি ছিল একটাই ‘উই ওয়ান্ট জাস্টিস’। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোতেও বিভিন্ন মণ্ডপে থিম তৈরি হয়েছে ধর্ষণের ঘটনার প্রতিবাদ জানিয়ে। এ বার সরস্বতী পুজোতেও দেখা গেল আরজি করের ঘটনার প্রতিবাদ জানিয়ে মণ্ডপ সাজাতে। 

    সাঁতরাগাছির একটি ক্লাবের সরস্বতী পুজোয় তিলোত্তমার বিচার চেয়ে সরব হয়েছেন উদ্যোক্তারা। সাঁতরাগাছি গভর্মেন্ট কলোনির নবীন সংঘের এ বারের পুজো ৩০ বছরে পা দিল। সরস্বতী পুজোর থিম ‘তিলোত্তমার রক্ত চোখ / আঁধার রাতের মশাল হোক।’ পাড়ার বেশ কয়েকজন উৎসাহী যুবক সকলে মিলে এই পুজো করছেন। 

    প্যান্ডেলে থার্মোকলের উপর বিভিন্ন প্রতীকী ছবি আঁকা হয়েছে। যেখানে তিলোত্তমার মৃত্যু যন্ত্রণার পাশাপাশি খুন এবং ধর্ষণ কাণ্ডে বিচারের দাবি তুলে ধরা হয়েছে। খোলা প্যান্ডেলে বিভিন্ন সংবাদপত্রের খবরের নিউজ কাটিং দিয়ে সাজানো হয়েছে মণ্ডপ। 

    উদ্যোক্তারা জানিয়েছেন, প্রথম থেকেই তিলোত্তমার বিচারের জন্য সরব হয়েছিলেন তাঁরা। তবে যে ভাবে একজনকেই দোষী সাব্যস্ত করা হয়েছে তাতে অনেকেই মনে করছেন পুরোপুরি বিচার হয়নি। এই ঘটনার সঙ্গে শুধুমাত্র সঞ্জয় রায় নয়, আরও অনেকে জড়িত। 

    এক উদ্যোক্তা বলেন, ‘সকলকে চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করতে হবে। মানুষ যাতে তিলোত্তমার জন্য ফের পথে নামেন তার জন্য এই উদ্যোগ।’ স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘আরজি করের ঘটনা নিয়ে সব জায়গায় প্রতিবাদ হয়েছে। সরস্বতী পুজোতেও ওই ঘটনার প্রতিবাদ জানিয়ে মণ্ডপ বানানো হলো। মায়ের কাছে প্রার্থনা এরকম ঘটনা যেন আর না ঘটে।’

  • Link to this news (এই সময়)