• ‘জয়জয় দেবী চরাচর সারে....’, সরস্বতী পুজো জমজমাট মেদিনীপুরে
    এই সময় | ০২ ফেব্রুয়ারি ২০২৫
  • ‘নমো সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে....’, আজ রবিবার, সরস্বতী পুজো। আনন্দে মেতে উঠেছে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। চলতি বছরে পূর্ব মেদিনীপুরের সরস্বতী পুজোতেও থিমের রমরমা। ঠিক যেন দুর্গাপুজো ও কালিপুজোর মতো। তবে প্রায় সমস্ত মণ্ডপের প্রতিমাতেই রয়েছে সাবেকিয়ানার ছোঁয়া।

    পঞ্জিকা অনুযায়ী চলতি বছর রবিবার ও সোমবার, দু’দিনই পুজোর তিথি রয়েছে। সেই মতোই কেউ রবিবারই পুজো করছেন, আবার কেউ সোমবার পুজো করবেন বলে ঠিক করেছেন। পূর্ব মেদিনীপুর জেলার এগরার ক্লাব ‘ব্রাইট হোপ’-এর থিম হয়েছে রাজস্থানের রাজবাড়ি। এ বার এই পুজোর ১৭ তম বছর। এখানে সরস্বতী সেজেছেন রুপোর গয়নায় এবং দেবীর নামকরণ করা হয়েছে ‘রানিমা’। সঙ্গে রয়েছে নজরকাড়া মণ্ডপসজ্জা এবং প্রতিমাতে সাবেকিয়ানার ছোঁয়া।

    এগরার ক্লাব ‘ব্রাইট হোপ’-এর পক্ষ থেকে জানা গিয়েছে, শুধুমাত্র পুজো করাই নয়, সারাবছরই নানান সমাজসেবামূলক কাজের সঙ্গে এই ক্লাব যুক্ থাকে। এ ছাড়াও রয়েছে প্রসাদ ও বস্ত্র বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।’

    অন্যদিকে, পুজোর আনন্দে মেতে উঠেছে তমলুকের রামকৃষ্ণ মিশন এবং মহিষাদল দেবপ্রসাদ প্রাথমিক বিদ্যালয়। পাশাপাশি মহিষাদল রাজবাড়িতে ‘বৈঠকখানা’ সংস্থার উদ্যোগেও রবিবার পুজোর আয়োজন হয়। এ দিন সকাল থেকেই মণ্ডপে কচিকাঁচাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। এক কথায় শহর থেকে জেলা জমজমাট সরস্বতী পুজোয়।

  • Link to this news (এই সময়)