• ফের টার্গেট মালদার তৃণমূল নেতৃত্ব, মানিকচকের বিধায়ককে গাড়িচাপা দেওয়ার চেষ্টা, তদন্তে পুলিশ...
    আজকাল | ০৩ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: অল্পের জন্য প্রাণে বাঁচলেন মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র। জানা গিয়েছে, মালদার মানিকচক এলাকার রাজ্য সড়কের ওপর ধরমপুরের কাছে সাবিত্রি মিত্রের গাড়িকে সামনে থেকে ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে একটি গাড়ি। বিধায়কের গাড়ির চালকের তৎপরতায় সেই সময় প্রাণে বাঁচলেও সন্দেহজনক গাড়িটি ফলো করতে থাকে বিধায়কের গাড়িটি, এমনটাই খবর সূত্রে। বিধায়ক সাবিত্রী মিত্র লোকালয়ে পৌঁছে গাড়ি দাঁড় করিয়ে মানিকচক থানা এবং মিল্কি পুলিশ ফাঁড়িতে খবর দেয়। সন্দেহজনক গাড়িটির খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে। ঘটনাটি ঘটেছে শনিবার রাত ১০টা নাগাদ। উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি মাস জুড়ে একের পর এক গুলি চালানোর ঘটনা ঘটেছে মালদায়। মৃত্যু হয়েছে তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি দুলাল সরকার সহ তিন জনের।

    এরপর আবার তৃণমূলের মালদার মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্রের গাড়িকে ধাক্কা মেরে প্রাণে মেরে ফেলার চেষ্টা করল দুষ্কৃতীরা। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে নিরাপত্তা নিয়ে। কী কারণে তৃণমূল নেতৃত্বকে টার্গেট করা হচ্ছে তা নিয়ে্ও প্রশ্ন উঠছে। মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র বলেন, ‘আমি মানিকচক বিধানসভা কেন্দ্র থেকে কাজ সেরে বাড়ি ফিরছিলাম। রাস্তায় মিল্কি বলে একটি জায়গাতে সামনে থেকে একটি গাড়ি এসে আমার গাড়িতে ধাক্কা মারার চেষ্টা করে। আমার গাড়ির চালক কোনোমতে কাটিয়ে প্রাণ বাঁচান। কিছুক্ষণ পরে দ্বিতীয়বার আবার আমার গাড়িটিকে ধাক্কা মারার চেষ্টা করা হয়। এরপর গাড়ি চালক একটি গলির মধ্যে গিয়ে গাড়িটি থামিয়ে দেন। সঙ্গে সঙ্গে আমি বিষয়টি মানিকচক থানায় জানাই। আমি গাড়ির নম্বর দিয়ে থানায় জানিয়েছি। পুলিশ গাড়ির খোঁজ চালাচ্ছে’।
  • Link to this news (আজকাল)