আজকাল ওয়েবডেস্ক: জীবিত লোককে মৃত দেখিয়ে জাল ওয়ারিশান সার্টিফিকেট বানিয়ে কোটি টাকার জমিয়ে হাতিয়ে নেওয়ার চেষ্টা। পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের পঞ্চায়েতের।
উত্তর ২৪ পরগনার বনগাঁর ছয়ঘড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকার নরহরিপুরের বাসিন্দা শঙ্কর বিশ্বাস গত ১৭ ই জানুয়ারি ছয়ঘড়িয়া গ্রাম পঞ্চায়েতে একটি লিখিত অভিযোগ জানান। তাঁর অভিযোগ, তিনি জীবিত থাকা সত্ত্বেও তাঁকে মৃত দেখিয়ে ওয়ারিশান সার্টিফিকেট তুলে তাঁর মূল্যবান জমি হাতানোর চেষ্টা করছেন কয়েকজন ব্যক্তি। এই অভিযোগ পাওয়ার পরেই নড়েচড়ে বসে ছয়ঘড়িয়া পঞ্চায়েত। তদন্তে দেখা যায়, ওয়ারিশান সার্টিফিকেট শঙ্কর বিশ্বাসকে মৃত দেখিয়ে বানানো হয়েছে। সেটা পঞ্চায়েতের প্যাড সিল ও পঞ্চায়েত প্রধানের স্বাক্ষর পুরোপুরি জাল। এরপরেই পঞ্চায়েতের তরফ থেকে পেট্রাপোল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগকারী শঙ্কর বিশ্বাস জানিয়েছেন, ''আমি জীবিত কিন্তু আমাকে মৃত দেখিয়ে আমার জমি হাতানোর চেষ্টা করছিলেন কয়েকজন। কোটি টাকার উপরে সম্পত্তি রয়েছে ওখানে। প্রাথমিকভাবে তাঁরা ৬ শতক জমি নেওয়ার চেষ্টা করেছিল। আমি এই বিষয়ে পঞ্চায়েত প্রধানের কাছে অভিযোগ করেছি। যাঁরা এর সঙ্গে যুক্ত আছে তাঁদের উপযুক্ত শাস্তি দেওয়া হোক। এই ধরনের ঘটনা যাতে আর কারও সঙ্গে না ঘটতে পারে।''
এই বিষয়ে বর্তমান ছয়ঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান উমা ঘোষ জানিয়েছেন, ''আমরা বিষয়টি জানবার পরে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছে। এই বিষয়ে সঠিক তদন্ত করে যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে পুলিশ যথোপযুক্ত ব্যবস্থা নিক।''
প্রাক্তন প্রধান তথা যাঁর স্বাক্ষর জাল করে এই ওয়ারিশান সার্টিফিকেট বানানো হয়েছে সেই প্রসেনজিৎ ঘোষ জানিয়েছেন, ''আমরা এই বিষয়ে পুলিশের কাছে লিখিত অভিযোগ জানিয়েছি। পুলিশ সঠিক তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিক। অভিযুক্ত যে-ই হোক না কেন, তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।''