নিজস্ব সংবাদদাতা, নদিয়া, ২ ফেব্রুয়ারি— হরিণঘাটা থানার নগরউখড়া এলাকায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সরস্বতী পুজোর অনুষ্ঠানে যোগ দেন। রবিবার পুজোতে এসে অঞ্জলি দিলেন তিনি।
অঞ্জলি দিয়ে নৈহাটির সিপি বদল প্রসঙ্গে বিরোধী দলনেতা বলেন, সিসিটিভি ফুটেজে খুনিদের নাম পরিচয় এক্স হ্যান্ডেলে বলে দিয়েছি। আক্রমনকারী ও আক্রান্ত দুটি তৃণমূল। বিজেপির লোকজন এইসব করে না। অজয় ঠাকুরকে এনেছেন গোলমাল আরও বাড়বে। অজয় ঠাকুরের বিরুদ্ধে মনিশ শুক্লাকে খুন করার অভিযোগ রয়েছে। অলোক রাজোরিয়াকে দোষ দিয়ে অজয় ঠাকুরকে এনে কোনটাই সমাধান হবে না।
মালদার বিধায়ক সাবিত্রী মিত্রের দুর্ঘটনা প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, মুখ্যমন্ত্রী তার নিজের দলের বিধায়ক মন্ত্রীদের নেতাদেরকে নিরাপত্তা দিতে পারছেন না। সাবিত্রী মিত্রকে বলব, তিনি যেন এই বিষয়ে বিধানসভায় উল্লেখ করে। আমরা সাথ দেব।
তিনি আরো বলেন, পুলিশ পাহারায় কলকাতায় পুজো হচ্ছে। এটা বাংলাদেশ বানিয়ে দিয়েছে। ৩৯ শতাংশ হিন্দুরা আমাদের ভোট দিয়েছে। আর ৫ থেকে ৬ শতাংশ হিন্দুরা দয়া করুন। বাড়ি থেকে বেরিয়ে এসে ভোটটা করুন। হিন্দু সরকার হবে। জেহাদি মুক্ত বাংলা হবে। উল্টো দিকে ঝোলাবো, সোজা করার কাজ করবো।