জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: আরও একবার সম্প্রীতির ছবি দেখা গেল বনগাঁর ল’ইয়ার্স ক্লার্কস ফোরামের সরস্বতী পুজোয়। নিজে অন্য ধর্মাবম্বলী হলেও সরস্বতী পুজোর কাজ সবটাই নিজে হাতে করেন মহিবুল সিদ্দিকী ওরফে তুহিন। এবারও সেই একই ছবি দেখা গেল পুজোর আয়োজনে।
ল’ইয়ার্স ক্লার্কস ফোরামের সভাপতি পদে আছেন তিনি। এবার ওই পুজো ১০ বছরে পড়ল। এবারের থিম বীণাতে বীণাপাণি। রং, তুলি, পাটের সুতো, পাটকাটি হাতে নিজেই সেই মণ্ডপ তৈরি করেছেন মহিবুল সাহেব। আগামিকাল সোমবার সকালে পুজো হবে সেখানে। রবিবার শেষ মুহূর্তের প্রস্তুতিতেও তাঁকে দেখা গেল রং-তুলি হাতে। জানা গিয়েছে, প্রতিমা নিজেই পছন্দ করে মণ্ডপে এসেছেন। পুজোর শেষ মুহূর্তের প্রস্তুতিতে চূড়ান্ত ব্যস্ততা তাঁর।
মহিবুল সাহেব বলেন, “সনাতন ধর্মের ভাই-বোনদের বিদ্যাদেবীর আরাধনায় আমি তাঁদের সঙ্গে থাকি। আমি নমাজ পড়ি, রোজা রাখি। পাশাপাশি পুজোর সমস্ত আয়োজন করি। ওরা সব কিছুই আমার উপর ছেড়ে দেন। ওদের সঙ্গে পুজোর মধ্যে থেকে আমি তৃপ্তি পাই।” তিনি আরও বলেন, “বিভিন্ন জায়গায় পুজোর বিরোধিতা হচ্ছে ধর্ম নিয়ে, হানাহানি হচ্ছে। যারা করছেন, তাঁরা প্রকৃত মানুষ হতে পারেনি। আমি চাই সবাই এভাবেই প্রকৃত মানুষ হয়ে সমগ্র পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত করুক।”
বনগাঁ ল ইয়ার্স ক্লার্কস ফোরামের সম্পাদক দেবদাস অধিকারী বলেন, “মহিবুলদা আমাদের পুজোর সব কিছুই একা হাতে সামলান। ১০ বছর ধরে সামলে আসছেন। এমন অবস্থা, উনি না থাকলে মাঝেমধ্যে মনে হয় পুজোটাই হয়তো বন্ধ হয়ে যাবে।” পুজো উপলক্ষ্যে দুই হাজার মানুষের জন্য ভোগপ্রসাদের আয়োজন করা হয়েছে।