• পুলিস মোতায়েন রেখে নন্দীগ্রাম কলেজে সরস্বতী পুজো
    বর্তমান | ০৩ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, তমলুক: অশান্তি রুখতে পুলিস মোতায়েন রেখে নন্দীগ্রাম সীতানন্দ কলেজে সরস্বতী পুজো হবে। রবিবার থেকেই কলেজ ক্যাম্পাসের দখল নিয়েছে বাহিনী। এই বাহিনী আগামী ৬ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে বলে বিডিও সৌমেন বণিক জানিয়েছেন। আগামী ৪-৬ফেব্রুয়ারি কলেজে ন্যাক ভিজিট হবে। ওই পরিদর্শন চলাকালীন যাতে কোনও অশান্তি না হয় সেজন্য একটানা বাহিনী থাকবে। সরস্বতী পুজো উপলক্ষ্যেও ঝামেলার আশঙ্কা রয়েছে। গোয়েন্দা সূত্র মারফত খবর পেয়ে রবিবার থেকে পুলিস বাহিনীর ঘেরাটোপে ওই কলেজ। কলেজে ছাত্র সংসদ টিএমসিপির দখলে থাকলেও বিজেপির ছাত্র সংগঠন সেখানে ইউনিট খুলেছে। কলেজের মধ্যে এবিভিপি ছাত্র সংগঠনের শক্তিবৃদ্ধির ফলে সরস্বতী পুজো উপলক্ষ্যে দুই ছাত্র সংগঠনের ঝামেলার ব্যাপক আশঙ্কা রয়েছে। সেই জন্য বাহিনী মোতায়েন করা হয়েছে।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)