• ঝাড়গ্রামের অরবিন্দ সঙ্ঘের সরস্বতী পুজোর থিম ছত্রাক  
    বর্তমান | ০৩ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: ঝাড়গ্রামের অরবিন্দ সঙ্ঘের ৩৭তম সরস্বতী পুজোর থিম ‘ছত্রাক’। তিন দশক আগে অরবিন্দ পল্লি এলাকার বাসিন্দারা পুজোর সূচনা করেছিলেন। পুজোর তিন দিন গান, নৃত্য, আবৃত্তি ও অঙ্কন প্রতিযোগিতার মতো নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পুজোর আনন্দে মাতবে সর্বস্তরের মানুষ। 


    ঝাড়গ্রাম শহরের বিভিন্ন এলাকায় ধূমধাম করে সরস্বতী পুজো হচ্ছে। আলোকমালায় মণ্ডপ সেজে উঠেছে। অরবিন্দ সঙ্ঘের সরস্বতী পুজোয় প্রতিবার নানা ধরনের থিম করা হয়। এবার থিম ‘ছত্রাক’। রাজ কলেজ সংলগ্ন রাস্তার উল্টোদিকে মণ্ডপ তৈরি হয়েছে। ফোম দিয়ে দৃষ্টিনন্দন ছত্রাকের মণ্ডপ তৈরি করা হয়েছে। মণ্ডপের ভিতরে ঢুকে দেবী সরস্বতীর মূর্তি দেখতে হবে। পুজো কমিটির সম্পাদক সোমনাথ মাহাত বলেন, এই জেলার যে কোনও পুজো, পার্বণ বা অনুষ্ঠানে অরণ্য বা প্রকৃতির ছোঁয়া থাকে। জেলার বিভিন্ন এলাকায় নানা ধরনের ছত্রাকের দেখা মেলে। জঙ্গলভূমির মানুষের কাছে যা অতি পরিচিত। পুজোর থিমে এবার সেটাই তুলে ধরা হয়েছে। এলাকার সকল মানুষ এই পুজোতে শামিল হন। পুজো কমিটির অন্যতম কর্তা উত্তম বারিক বলেন, ১৫ দিন আগে মণ্ডপ তৈরির কাজ শুরু হয়েছে। আগে ছোট করে পুজো হতো। শহরের বড় সরস্বতী পুজোগুলির মধ্যে এই পুজো অন্যতম। পুজো উপলক্ষ্যে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এলাকার ছেলেমেয়েরা তাতে শামিল হবে। 


    পুজো কমিটির মহিলা সদস্য শ্রাবণী রায় বলেন, আলপনা দেওয়া, পুজোর ফলমূল জোগাড় সবকিছু মেয়েরাই করেন। পুজোর মণ্ডপে গল্পগুজব,আড্ডায় ভরে উঠবে।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)