মুরারইয়ের চাতরা গণেশলাল উচ্চ বিদ্যালয়ের ৭৭ তম প্রতিষ্ঠা দিবস, সাড়ম্বরে উদযাপিত হল নানা অনুষ্ঠান
বর্তমান | ০৩ ফেব্রুয়ারি ২০২৫
সংবাদদাতা, রামপুরহাট: রবিবার মুরারইয়ের চাতরা গণেশলাল উচ্চ বিদ্যালয়ের ৭৭তম প্রতিষ্ঠা দিবস উদ্যাপন হল। এই উপলক্ষ্যে এদিন স্কুল প্রাঙ্গণে থাকা রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুল ইসলামের মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে বিভিন্ন কর্মসূচির সূচনা হয়। উপস্থিত ছিলেন স্কুল পরিচালন সমিতির সভাপতি সুজয় দাস, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তন্ময় দত্ত। এছাড়াও প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রী ও শিক্ষকরা উপস্থিত ছিলেন। এদিন স্কুলপডুয়া ও শিক্ষক-শিক্ষিকারা মিলে বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। দিনভর চলে নাচ, গান, আবৃত্তি।
জানা গিয়েছে, স্কুলে বর্তমানে পড়ুয়ার সংখ্যা ১৭০০। এদিন স্কুলপ্রাঙ্গণ বর্তমান ও প্রাক্তনীদের মিলনক্ষেত্রে পরিণত হয়। অনুষ্ঠান শেষে গতবছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতী ছাত্রছাত্রীদের বিশেষ সংবর্ধনা দেওয়া হয়। স্কুলের পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৩ সালে মাধ্যমিকে রাজ্যে দশম স্থান অধিকার করেছিল এই স্কুলের ছাত্র। গতবছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক মিলিয়ে মুরারই সার্কেলে প্রথম হয় এই স্কুল। এই স্কুল ক্রমশ এগিয়ে যাচ্ছে। এদিন অনুষ্ঠান শেষে বর্তমান ছাত্রছাত্রী ও প্রাক্তনীরা একসঙ্গে বসে খাওয়াদাওয়া করেন। প্রায় দু’হাজার জনকে খিচুড়ি, তরকারি সহ নানা খাবার পরিবেশন করা হয়।
সুজয় বাবু বলেন, স্বাধীনতা লাভের দু’বছর পর ১৯৪৯ সালে যে পরিকল্পনা নিয়ে প্রত্যন্ত এলাকায় শিক্ষার জন্য স্কুল গড়ে উঠেছিল আজ তা পরিপূর্ণতা পেয়েছে। এমন একটা শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে আমি খুব আনন্দিত ও গর্বিত। অভিভাবক থেকে শুরু করে প্রাক্তন ও বর্তমান পড়ুয়া, শিক্ষিকা, অশিক্ষক কর্মচারী সকলেই প্রতিষ্ঠা দিবস উদ্যাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।