সংবাদদাতা,বিষ্ণুপুর: নাবালিকাকে অপহরণের অভিযোগে রবিবার পুলিস জয়পুরের বাজেময়নাপুর থেকে এক যুবককে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম অমর সাঁতরা। তার বাড়ি বাজেময়নাপুরেই। পুলিস জানিয়েছে, ধৃতের বিরুদ্ধে জয়পুর থানা এলাকার এক নাবালিকাকে অপহরণের অভিযোগ রয়েছে। তার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিস সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগে জয়পুর থানা এলাকার বাসিন্দা এক কিশোরী বাজারে বেরিয়ে নিখোঁজ হয়ে যায়। পরিবারের লোকেরা প্রথমে চারদিকে খোঁজাখুঁজি করেও সন্ধান না পাওয়ায় পুলিসের কাছে অপহরণের অভিযোগ দায়ের করেন। ঘটনায় পুলিস তদন্তে নেমে বাজেময়নাপুরের বাসিন্দা অমর সাঁতরার যোগসূত্র খুঁজে পায়। রবিবার তাকে গ্রেপ্তার করা হয়। সেই সঙ্গে অপহৃত নাবালিকাকেও উদ্ধার করা হয়।