• বিধায়ক নাসিরউদ্দিনের মৃত্যুতে শোকের ছায়া কালীগঞ্জে
    বর্তমান | ০৩ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি কৃষ্ণনগর: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন কালীগঞ্জ বিধানসভার বিধায়ক নাসিরউদ্দিন আহমেদ। তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। শনিবার রাতে পলাশিতে নিজের বাড়িতেই তিনি শ্বাসকষ্টের সমস্যা অনুভব করেন। তড়িঘড়ি তাঁকে পলাশি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর মৃত্যু হয়। তৃণমূল-কংগ্রেসের বর্ষীয়ান এই নেতাকে জেলাবাসী লাল সাহেব বলেই জানতেন। বিধায়কের প্রয়াণে শোকস্তব্ধ গোটা জেলা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় সোশ্যাল মিডিয়াতে শোকজ্ঞাপন করেন। 


    কালীগঞ্জ বিধানসভার দু’বারের বিধায়ক নাসিরউদ্দিন আহমেদ। ২০১১ সাল এবং ২০২১ সালে তৃণমূল কংগ্রেসের প্রতীকে জিতে বিধায়ক হন তিনি। ২০১৬ সালেও বাম-কংগ্রেস জোট প্রার্থী হাসানুজ্জামান শেখের কাছে তিনি পরাজিত হয়েছিলেন। গত পঞ্চায়েত নির্বাচনের সময় কৃষ্ণনগর সাংগঠনিক জেলায় তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান পদও সামলেছেন তিনি। তাঁর নেতৃত্বে পঞ্চায়েত নির্বাচনে ভালো ফল করে ঘাসফুল শিবির। তিনি পেশায় ছিলেন আইনজীবী। জানা গিয়েছে, সম্প্রতি তিনি শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। গত শনিবার সারাদিন বেশ কিছু অনুষ্ঠানেও তিনি গিয়েছিলেন। রাতের দিকে হঠাৎ সমস্যা বাড়তে থাকে।  মৃত্যুসংবাদ পেয়ে রাতেই বহু মানুষ পলাশিতে তাঁর বাড়ির সামনে জড়ো হন। নেতা-কর্মী থেকে শুরু করে জেলার সকল নেতারা ছুটে আসেন। রবিবার সকাল থেকে ভিড় বাড়তে থাকে। রবিবার দুপুরের দিকে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। 
  • Link to this news (বর্তমান)