• আজ প্রেম নিবেদনে চাই গোলাপ, সরস্বতী পুজো উপলক্ষ্যে বাড়ল দাম
    বর্তমান | ০৩ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: ধীরগতিতে হাওয়া বইছে। তাতে শীতের দাপট নেই। আবার সূর্যের তেজ বাড়লেও তাতে সেই উষ্ণতাও নেই। ঠিক যেন বসন্তের আমেজ। আর এই আবহাওয়ায় জেড প্রজন্মের মনে প্রেমের দোলা লাগবে না এমনটা তো আর হতে পারে না। তারপর আবার সরস্বতী পুজোর সকাল। শিক্ষা প্রাঙ্গণে অবাধ স্বাধীনতার ছাড়পত্র। মনের মানুষকে প্রেম নিবেদন করতেও মানা নেই। সরস্বতী পুজোর দুপুর ‘প্রপোজ ডে’ হয়ে গিয়েছে বহু আগে। সদ্য শাড়ি পরতে শেখা প্রেমিকার সামনে প্রেমিকের গোলাপ হাতে দাঁড়ানোর ছবি এবারও চোখে পড়বে। তা গোলাপবাগ হোক কিংবা কৃষ্ণসায়র পার্ক, সব জায়গাতেই আজ হাতে গোলাপ ‘মাস্ট’। রবিবার দুপুরের পর থেকেই গোলাপের দাম বেড়েছে। দাম যতই বাড়ুক না কেন এই ফুল আজ টিনএজারদের চাইই-চাই। তারা বোঝে রোমান্টিকতা। আর ব্যবসায়ীদের কাছে লাভ করার দিন। সেকারণেই রবিবার থেকেই বর্ধমানের বিভিন্ন দোকানে নানা ধরনের গোলাপ মজুত হয়েছে। 


    শহরের বীরহাটার ফুল ব্যবসায়ী অশোক দাস বলেন, রবিবার ডাচ গোলাপ ৩০-৪০টাকা পিস বিক্রি হয়েছে। সোমবার সকালে দাম দ্বিগুণ হয়ে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। ব্যাপক চাহিদা রয়েছে। ডাচ গোলাপকেই প্রেমিক প্রেমিকারা বেশি করে বেছে নিচ্ছে। আর এক বিক্রেতা বলেন, বিভিন্ন অনুষ্ঠানের জন্য এখন সারা বছরই গোলাপের চাহিদা থাকে। তবে সেইসময় দাম ততটা বেশি পাওয়া যায় না। দেশি প্রজাতির গোলাপ ১০-১৫ টাকায় বিক্রি হয়। সরস্বতী পুজোর দিন সেই ফুলই ৪০-৫০ টাকায় বিক্রি হয়। ভালো সাইজের গোলাপ হলে ১০০ টাকা পর্যন্ত দাম পাওয়া যায়। কয়েক বছরের চাহিদা দেখে এবার অনেক বেশি গোলাপ মজুত করা হয়েছে। এদিন অনেকে শুধু গোলাপ ফুল দোকানে রাখে। পূর্ব মেদিনীপুরের কোলাঘাট, নদীয়া, হাওড়া সহ বিভিন্ন জায়গা থেকে গোলাপ আনা হয়। ডাচ গোলাপ বাইরে থেকে আসে। 


    বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র বলেন, সরস্বতী পুজোর দুপুর প্রত্যেক পড়ুয়ার কাছে অন্যরকম। আর বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পুজোর জাঁকজমক সবার জানা রয়েছে। সকাল থেকেই বিভিন্ন হস্টেলে চলে আড্ডা। দুপুর হলেই প্রিয় মানুষের হাত ধরে বেরিয়ে পড়া। সেইসময় হাতে গোলাপ ফুল থাকবে না সেটা আবার হয় নাকি! দাম বেশি হলেও কিছু করার নেই। প্রেমিকার হাতে গোলাপ দিতে না পারলে দিনটাই সার্থক হয় না। গোলাপবাগে রাস্তায় প্রেমিকের হাত ধরে কিছুটা হাঁটার পরে গাছের তলায় বসে হয় মন দেওয়া নেওয়া। সেইসময় হাতে ডাচ গোলাপ না থাকলে রোমান্টিকতা জমে না।
  • Link to this news (বর্তমান)