• ব্যতিক্রমী সরস্বতী দেখতে কাঁকসায় ভিড়
    বর্তমান | ০৩ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, মানকর: কাঁকসার রাজকুসুম গ্রামের গড়াই পরিবারের সরস্বতী পুজোয় বাগদেবীর সঙ্গে একই কাঠামোয় পূজিত হন লক্ষীদেবী ও সিদ্ধিদাতা গণেশ। ব্যতিক্রমী এই মূর্তি দেখতে স্থানীয়দের পাশাপাশি পার্শ্ববর্তী অঞ্চলের বাসিন্দারাও এখানে ভিড় জমান।


    পরিবারের সদস্য রতন গড়াই বলেন, বহু বছর আগে স্বপ্নাদেশ পেয়ে পরিবারের এক কর্তা এই পুজো শুরু করেছিলেন। দেবী এখানে একা আসেন না। তাঁর সঙ্গে থাকেন লক্ষী ও গণেশ। রয়েছে দুই সখী ও দুই পরীও। লক্ষ্মী ও সরস্বতী পাশাপাশি বসে থাকেন। দু’পাশে দুই সখী। তাঁদের উপরে সিদ্ধিদাতা গণেশ। গণেশের দু’পাশে দুই পরী রয়েছে। বর্তমানে ষষ্ঠ প্রজন্ম পুজোর দায়িত্ব পালন করছে। স্থানীয়দের একাংশের অভিমত, গড়াই পরিবার ব্যবসার কাজে যুক্ত। তাই এখানে লক্ষ্মী ও গণেশকে দেবী সরস্বতীর সঙ্গে পুজো করার রীতি রয়েছে। দেবীর নৈবেদ্য নিবেদনেও রয়েছে বিশেষ নিয়ম। পুজোয় দেবীকে ১০কিলোগ্রাম ওজনের তিনটি কদমা অবশ্যই নিবেদন করতে হয়। স্থানীয় বাসিন্দা ভৈরব মুখোপাধ্যায় বলেন, দূর-দূরান্ত থেকে বহু মানুষ এই মূর্তি দেখতে আসেন। প্রাচীন রীতি মেনেই পুজো হয়।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)