• হেতমপুর রাজ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে উন্মাদনা
    বর্তমান | ০৩ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: রাজ আমলে প্রতিষ্ঠিত হেতমপুর রাজ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হল। মশাল দৌড়ের মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা হয়। প্রতিযোগিতায় স্কুলের বর্তমান পড়ুয়াদের পাশাপাশি প্রাক্তনীরাও অংশগ্রহণ করেছিল। দুবরাজপুরের বিডিও রাজা আদক, স্কুলের প্রধান শিক্ষক চিন্ময় চট্টোপাধ্যায়, রাজ পরিবারের সদস্য সুরঞ্জন চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন। বার্ষিক এই ক্রীড়া প্রতিযোগিতাকে সামনে রেখে হেতমপুর এলাকায় গড়ের মাঠে সাধারণ মানুষের ঢল নেমেছিল। অভিভাবকদের পাশাপাশি স্থানীয়রাও ভিড় জমিয়েছিলেন।


    ১৮৬৯ সালে এই স্কুলের পথ চলা শুরু হয়। প্রতি বছরই জাকজমকপূর্ণভাবেই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন হয়। শনিবারও তার অন্যথা হয়নি। ওইদিন প্রথমে স্কুল প্রাঙ্গণ থেকে মশাল দৌড় শুরু হয়। মশাল হাতে পড়ুয়ারা গড়ের মাঠে পৌঁছয়। পতাকা উত্তোলন সহ স্কুল পড়ুয়াদের তরফে নৃত্য প্রদর্শনী চলে। মূলভাগে পড়ুয়াদের জন্য মোট ২৭টি ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। পঞ্চম ও ষষ্ঠ শ্রেণির পড়ুয়াদের জন্য বস্তা দৌড়, বিস্কুট দৌড়, মুরগি লড়াই সহ একাধিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজিত হয়েছিল। সেইসঙ্গে অন্যান্য শ্রেণির পড়ুয়াদের জন্য ১০০মিটার ও ২০০মিটার দৌড়, হাই জাম্প, লং জাম্প সহ একাধিক ক্রীড়া প্রতিযোগিতার ব্যবস্থা ছিল। এছাড়াও ছাত্রীরা ৭৫ মিটার দৌড়, লং জাম্প, মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। সব বিভাগ মিলিয়ে প্রায় ৪৫০জন পড়ুয়া প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। স্কুলের প্রাক্তনীরা ব্রাত্য ছিলেন না। ৮০০ মিটার দৌড় প্রতিযোগিতা সহ ৪০০ মিটার রিলে রেসে প্রাক্তনীরা অংশগ্রহণ করেছিলেন। চলতি শিক্ষাবর্ষে আট শতাধিক পড়ুয়া এই স্কুলে পড়াশোনা করছে। ওইদিনের ক্রীড়া প্রতিযোগিতায় আদিবাসী সমাজের পড়ুয়ারা বিশেষ প্রদর্শনীতে অংশ নিয়েছিল। তাদের সম্মিলিত প্রয়াসে জিমন্যাস্টিক পিরামিড প্রদর্শনী সকলকে মুগ্ধ করেছিল। ক্রীড়া প্রতিযোগিতা শেষে ওইদিনই বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। স্কুলের প্রধান শিক্ষক বলেন, এই স্কুল ইতিহাস প্রসিদ্ধ। এবছরও রাজ পরিবারের সদস্যদের উপস্থিতিতে রাজকীয়ভাবেই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন হয়েছিল। স্কুলের শারীর ও ক্রীড়া শিক্ষক দিবাকর মিত্র বলেন, স্কুলের বর্তমান ও প্রাক্তন পড়ুয়ারা অংশগ্রহণ করেছিল। ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে সকলের মধ্যেই উন্মাদনা লক্ষ্য করা যায়। - নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)