• বাগদেবীর পুজোর অঞ্জলির পর পার্ক, রেস্তরাঁয় ভিড়
    বর্তমান | ০৩ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: বাগদেবী সরস্বতীর আরাধনায় মাতল গৌড়বঙ্গ। স্কুল, কলেজ থেকে বিশ্ববিদ্যালয় এমনকী বিভিন্ন ক্লাবে সকাল থেকে পুজোর অঞ্জলি দিতে ভিড় করে ছাত্ররা। পুজোর পর হলুদ পাঞ্জাবী, শাড়ি পরে সারাদিন বিভিন্ন স্কুলের মণ্ডপে ঘুরল কিশোর, কিশোরীরা। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের সর্বত্রই একই ছবি। পুজোর সঙ্গে ভোগ বিতরণ, গান, কবিতা, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হল শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে।


    রায়গঞ্জ শহরের দুই সর্বজনীন পুজো উদ্যোক্তা একটি রায়গঞ্জ মেডিক্যাল কলেজের পাশে দিশা ও অন্যটি রায়গঞ্জ ইনস্টিটিউটের আমরা সবাই। সেখানে সরস্বতী পুজোর পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। মুম্বই থেকে কলাকুশলীরা আসতে চলেছেন দিশার অনুষ্ঠানে। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে পুজো হয় সাড়ম্বরে। পুজোর আসর বসে উত্তর দিনাজপুর প্রেস ক্লাবেও। এদিন পুজো উপলক্ষ্যে ভিড় ছিল রায়গঞ্জ শহর ও কর্ণজোড়া পার্কে। রেস্তরাঁ ও ফাস্টফুডের দোকানেও ভিড় ছিল। পুজোয় বালুরঘাট শহরেও ভিড় ছিল চোখে পড়ার মতো। বালুরঘাট শহরের নানা স্কুল ও কলেজে এদিন সরস্বতী পুজো হয়। 


    বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বালুরঘাট শহরের সৃজনী, সুরেশ রঞ্জন, আরণ্যক এবং বালুরঘাট শিশু উদ্যানে ভিড় দেখা যায়। রাস্তায় ট্রাফিক ব্যবস্থা সামলাতে পর্যাপ্ত পুলিস ছিল। সাদা পোশাকের পুলিস থেকে শুরু করে উইনার্স টিম মোতায়েন ছিল বিভিন্ন জনবহুল জায়গায়। সিনেমা হলগুলিতেও একইভাবে ভিড় দেখা যায়। এবিষয়ে বালুরঘাট সদর ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ বলেন, সরস্বতী পুজো উপলক্ষ্যে বাড়তি নজরদারি চলছে। মালদহ কলেজ, মালদহ রামকৃষ্ণ মঠ ও মিশনের বিবেকানন্দ বিদ্যামন্দিরে পুজো হয়।


    (বালুরঘাট শিশু উদ্যান পার্কে সেলফিতে মগ্ন চার তরুণী।-নিজস্ব চিত্র)
  • Link to this news (বর্তমান)