নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি ও সংবাদদাতা, বাগডোগরা: আকাশে মেঘ। সূর্যের দেখা নেই বললেই চলে। শীত বা গরমের দাপটও নেই। রবিবার এমন মনোরম আবহাওয়ায় বাগদেবীর আরাধনায় মাতল শিলিগুড়ি। শহরের বিভিন্ন স্কুল, কলেজ, ক্লাব থেকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় পুজোয় অঞ্জলি দিতে উপচে পড়ে ভিড়। সর্বত্র থিমের ছড়াছড়ি। সেইসঙ্গে পার্ক থেকে চিড়িয়াখানা, মাটিগাড়া বিজ্ঞান কেন্দ্র থেকে পিকনিক স্পষ্ট সর্বত্রই জমজমাট। চুটিয়ে আড্ডা, পেটপুজো থেকে প্রেম নিবেদন ও সেলফি তোলার হিড়িক। এই অবস্থায় ভিড় সামাল দিতে শহরের গুরুত্বপূর্ণ মোড়ে মোতায়েন করা হয় পুলিস। আজ, সোমবার মণ্ডপগুলিতে দর্শনার্থীদের ভিড় আরও বাড়বে বলে উদ্যোক্তাদের আশা।
এদিন দিনের অধিকাংশ সময় আকাশে হালকা মেঘ ছিল। মাঝে কয়েকবার সূর্যের মুখ দেখা গেলেও রোদের তেজ ছিল না। ঠান্ডাও তেমন ছিল না। এমন আবহাওয়ায় প্রতিমা বসিয়ে ফুল, পাতাবাহার, আলোর মালায় সাজিয়ে তোলা হয় মণ্ডপ। পঞ্জিকা অনুসারে বসন্ত পঞ্চমীর সূচনা হতেই কাঁসর, ঘণ্টা, শঙ্খধ্বনীতে সরগরম হয়ে ওঠে স্কুলে, কলেজ ও প্রতিটি পাড়া। সর্বত্র অঞ্জলি দিতে ভিড় করে পড়ুয়ারা। কিছু কিছু জায়গায় খুদে পড়ুয়াদের হাতে খড়িও দেওয়া হয়। পুজোর পর অধিকাংশ জায়গায় প্রসাদ বিলি করা হয়।
শহর থেকে গ্রাম অধিকাংশ জায়গায় থিম মণ্ডপের ছড়াছড়ি। কলেজপাড়ায় ‘শিশু রূপে সরস্বতী’ এমন ভাবনায় পুজো করা হয়। শিলিগুড়ি কলেজে ১৮ ফিটের সরস্বতী প্রতিমা নজর কেড়েছে। মাটিগাড়ার একটি ক্লাবের থিম আরজি কর। ধর্ষণ ও খুনের প্রতিবাদে সেখানে মণ্ডপ সাজানো হয়েছে। এরবাইরে কোথাও কাল্পনিক মণ্ডপ, আবার কোথাও ফুল ও পাতাবাহারের মণ্ডপ করা হয়েছে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ২০টি বিভাগে এবং ছাত্রদের তিনটি হস্টেলে পুজো হয়েছে। প্রতিটিতেই ভিড় ছিল পড়ুয়াদের। সর্বত্র মণ্ডপ ও প্রতিমার সামনে দাঁড়িয়ে সেলফি তোলার হিড়িক দেখা যায়। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। আজ, সোমবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের পুজো হবে। এজন্য রাস্তায় আলপনা দেওয়া হচ্ছে। ছাত্রছাত্রীরা বলেন, মনোরম আবহাওয়া।
শুধু পুজো মণ্ডপ নয়, এদিন শহরের সূর্য সেন পার্ক, সেলফি জোন মহানন্দা নদীর পাড়, বাঘাযতীন ময়দান, বেঙ্গল সাফারি, মাটিগাড়া বিজ্ঞান কেন্দ্র প্রভৃতি এলাকায় ভিড় করে ছেলেমেয়েরা। মেয়েদের পরনে শাড়ি ও ছেলেদের পরনে ছিল কুর্তা, পাঞ্জাবি। কেউ কেউ চুটিয়ে আড্ডা দেন, আবার কেউ কেউ লাল গোলাপ দিয়ে বান্ধবীর কাছে প্রেম নিবেদন করেন। সঙ্গে বাইক নিয়ে শহরের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়ান যুবকরা। পরিস্থিতির মোকাবিলা করতে দুপুর থেকেই হিলকার্ট রোড, সূর্য সেন পার্ক, সেভক রোড, বিধান রোড প্রভৃতি রাস্তায় বাড়তি নজরদারি শুরু করে পুলিস।
একইসঙ্গে বাগডোগরা এমএম তরাই ইকো ট্যুরিজম স্পট, টিপুখোলা ইকো ট্যুরিজম স্পটে অনেকে পিকনিকের আসর বসান। শিলিগুড়ির ডেপুটি পুলিস কমিশনার (ট্রাফিক) বিশ্বচাঁদ ঠাকুর বলেন, শহরের আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থা ঠিক রাখতে বাড়তি নজরদারি চালানো হয়। দিনটি নির্বিঘ্নেই কেটেছে।