সংবাদদাতা, ফালাকাটা: ফালাকাটা ব্লকের রাইচেঙ্গা ও আলিপুরদুয়ার-১ ব্লকের পার পাতলাখাওয়া গ্রামে শনিবার রাতে আসে হাতি ও বাইসন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাতে প্রথমে তিনটি হাতি গ্রামে ঢুকে একাধিক এলাকার জমির ফসল তছনছ করে। ভোরের দিকে আসে তিনটি বাইসন। বাইসন তিনটিও দুই গ্রামেরই জমির ফসল নষ্ট করে।
গত সোমবার রাতে তিনটি হাতি ঢুকে পড়েছিল রাইচেঙ্গা গ্রামে। শ্যামল শিকদারের বাড়িতে তাণ্ডব চালিয়ে মজুত ৯ বস্তা ধান খেয়ে নিয়েছিল। তারপর বাকি ধান বিক্রি করে দেন শ্যামলবাবু। শনিবার রাতে ফের ধানের খোঁজে শ্যামল শিকদারের বাড়িতেই চলে আসে তিনটি হাতি। গোলায় ধান না পেয়ে তাণ্ডব চালায়। একটি টিনের বারান্দা ভেঙে দিয়ে চলে যায়।
এরপর হাতির দলটি কমল শিকদারের গাজর, আলু খেত, তাপস সরকারের গাজর খেত, মধুসূদন চন্দের আলু খেত, নির্মল চন্দের ভুট্টা খেত তছনছ করে। পার পাতলাখাওয়ার ঠাকুরদাস সরকারের মূলো খেত, ক্ষুদিরাম সরকারের মিষ্টি আলুর খেত মাড়িয়ে দিয়ে চলে যায়। খবর পেয়ে রাতেই বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হাতির দলটিকে জঙ্গলে তাড়িয়ে দেন। বনকর্মীরা চলে যেতেই ভোররাতে তিনটি বাইসন আসে গ্রামে। তবে বাইসন তিনটি ভুট্টা খেত ছাড়া আর কোনও খেতে ঢোকেনি বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।
জলদাপাড়া সাউথের রেঞ্জার রাজীব চক্রবর্তী বলেন, রাতে বনকর্মীরা গিয়েছিলেন। ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করা হচ্ছে। সরস্বতী পুজোর জন্য রবিবার রাতে ওই দুই গ্রামে বনকর্মীদের নজরদারি চালাতে বলা হয়েছে। সোমবারও একটি টিম সেখানে থাকবে। - নিজস্ব চিত্র।