• শান্তি ক্লাবের ফুটবলে সেরা পাহাড়পুর  
    বর্তমান | ০৩ ফেব্রুয়ারি ২০২৫
  • উজির আলি, চাঁচল: উমরপুর রাজাটোলা শান্তি ক্লাবের উদ্যোগে আটদলীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হল পাহাড়পুর একাদশ। রবিবার ফাইনালে মুখোমুখি হয় চাঁচল আদর্শ ক্লাব ও পাহাড়পুর একাদশ। ম্যাচ দেখতে এদিন মালতীপুর, আশাপুর, সামসি ও হরিশ্চন্দ্রপুর সহ আশেপাশের এলাকার কয়েক হাজার মানুষ ভিড় জমান চাঁচল কলেজ হোস্টেল মাঠে। ৩-০ গোলে জিতে সেরা হয়েছে  পাহাড়পুর একাদশ।  ফাইনালে হ্যাটট্রিক করে সেরা হয়েছেন অজয় জমাদার। মোট ৭টি গোল করে তিনিই টুর্নামেন্টের সেরা ফুটবলার হয়েছেন। সেরা গোলকিপার হন পাহাড়পুরের শাহরুখ খান। চ্যাম্পিয়ন দলকে ট্রফি সহ ৭৫ হাজারের চেক ও রানার্স দলকে ট্রফি এবং ৫০ হাজারের চেক তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ছিলেন মালদহ জেলা পরিষদের সহসভাপতি রফিকুল হোসেন, মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি, জেলা পরিষদ সদস্যা সাইরা বানু, প্রাক্তন জেলা পরিষদ সদস্য সামিউল ইসলাম, আইনজীবি গোলাম মোস্তফা কামাল ও সমাজসেবী প্রসূন রায়, সাহিদ আক্তার, মেহবুব আলম সরকার সহ অন্যরা। শান্তি ক্লাবের সম্পাদক বাবু সরকার বলেন, সুষ্ঠুভাবে টুর্নামেন্ট শেষ হয়েছে। আরও বড় টুর্নামেন্টের আয়োজন করব। উদ্যোক্তাদের মধ্যে টনি আলি, আসমত আলি ও রিন্টু আলি বলেন, ফাইনাল দেখতে প্রায় ১৫ হাজার দর্শক এসেছিলেন। রহিম বক্সির কথায়, এই টুর্নামেন্ট দেখতে মাঠে এলে খেলাধুলো করার আগ্রহ জন্মাবে অনেকের।


    (চ্যাম্পিয়ন দলকে পুরস্কার।-নিজস্ব চিত্র)
  • Link to this news (বর্তমান)