• কোচবিহারের বাংলাদেশ সীমান্ত পরিদর্শনে বিএসএফের শীর্ষকর্তা
    বর্তমান | ০৩ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, দিনহাটা: বাংলাদেশের সরকার পরিবর্তনের পরেই উত্তেজনা বেড়েছে সীমান্তে। অনুপ্রবেশের চেষ্টা হচ্ছে। খোলা সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ চলছে জোর কদমে। কোচবিহারে অনেক জায়গায় বেড়া দিতে বাধা পাচ্ছে বিএসএফ। সীমান্তের ওই পারে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বা বিজিবি ১৫০ গজ দূরত্বের মধ্যে তৈরি করতে চাইছে সীমা চৌকি। উদ্ভূত এই পরিস্থিতিতে কোচবিহারে আন্তর্জাতিক সীমান্ত পরিদর্শনে এলেন বিএসএফের এডিজি (পূর্ব) রবি গান্ধী। 


    এডিজি’র কমান্ডের নেতৃত্বেই বাংলাদেশ সংলগ্ন আন্তর্জাতিক সীমানা প্রহরা দেয় বিএসএফ। বিএসএফের এই শীর্ষ কর্তা তিন দিনের সফরে এসেছেন। সফরের প্রথম দিন রবিবার কোচবিহারে শীর্ষ বিএসএফ কর্তাদের নিয়ে বৈঠক করেন। গুয়াহাটি ফ্রন্টিয়ারের আইজি সঞ্জয় গৌর সীমান্তের সাম্প্রতিক পরিস্থিতির কথা এডিজিকে জানান। 


    বিএসএফ সূত্রে জানা গিয়েছে, অনুপ্রবেশ রুখতে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। কুয়াশার সুযোগ নিয়ে ওপার থেকে এপারে যাতে কেউ প্রবেশ না করতে পারে তারজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জওয়ানদের বলা হয়েছে। এডিজি কোচবিহারের সীমান্তবর্তী বিভিন্ন বিএসএফ পোস্ট (বিওপি) পরিদর্শন করেন।  সেখানে মোতায়েন বাহিনীর কমান্ডারদের সঙ্গে কথা বলেন। সীমান্তে টহল ব্যবস্থা খতিয়ে দেখেন। সম্ভাব্য হুমকির মোকাবিলায় বাহিনীর প্রস্তুতি মূল্যায়ন করেন। সীমান্ত এলাকায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখার গুরুত্বের উপর জোর দেন তিনি। স্থানীয় বাসিন্দাদের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি সীমান্তকে অপরাধমুক্ত রাখারও নির্দেশ দেন বিএসএফের এই শীর্ষ কর্তা। জওয়ানদের অক্লান্ত পরিশ্রম এবং নিষ্ঠার প্রশংসা করেন। জওয়ানদের আরও সতর্ক থাকার পরামর্শ দিয়ে যান। গুয়াহাটি ফ্রন্টিয়ারের পক্ষ থেকে প্রেস বিবৃতি দিয়ে এডিজি’র সীমান্ত পরিদর্শন সহ মিটিংয়ের বিষয়টি জানানো হয়েছে। 
  • Link to this news (বর্তমান)