নিজস্ব প্রতিনিধি, মালদহ: বাগদেবীর আরাধনায় মাতল মালদহ কলেজ। প্রতিমা থেকে প্যান্ডেল, সবেতেই ছিল সাবেকিয়ানার ছোঁয়া। সরস্বতী পুজো উপলক্ষে কলেজে ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
মালদহ কলেজের সরস্বতী পুজো উপলক্ষে রবিবার দিনভর চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। মালদহের বিভিন্ন শিল্পীরা এই অনুষ্ঠানে মঞ্চ মাতান। অংশগ্রহণ করেন কলেজের ছাত্রছাত্রীরাও।
তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের মালদহ জেলার সহ সভাপতি মহম্মদ অমিত শেখ বলেন, ২০১৩ সাল থেকে ধুমধাম করে আমাদের কলেজে বাগদেবীর আয়োজন করা হচ্ছে। নিয়ম নিষ্ঠার সঙ্গে পুজোর পাশাপাশি প্রতি বছরই থাকে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পাত পেড়ে খাওয়া দাওয়ার আয়োজন।
সরস্বতী পুজো উপলক্ষে এদিন মালদহ কলেজে বিশেষ মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। যেখানে একসঙ্গে প্রসাদ গ্রহণ করেন কলেজের শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে অশিক্ষক কর্মচারী ও ছাত্রছাত্রীরা। এদিন সরস্বতী পুজো উপলক্ষে কলেজের প্রায় চার হাজার ছাত্রছাত্রী উপস্থিত হয়েছিলেন। - নিজস্ব চিত্র