সোমনাথ চক্রবর্তী, ময়নাগুড়ি: রবিবার থেকে ময়নাগুড়ি শহরের রবিতীর্থ ভবনে শুরু হয়েছে দু’দিনের বার্ষিক চিত্রকলা ও হস্তশিল্প প্রদর্শনী। ময়নাগুড়ির চিত্রাঙ্কন আর্ট স্কুল এই প্রদর্শনীর আয়োজন করেছে। এদিন প্রদর্শনীর সূচনা করেন ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ। উপস্থিত ছিলেন ময়নাগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান মনোজ রায়। প্রদর্শনী শুরুর আগে সকালে স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। ময়নাগুড়ি শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে সেই শোভাযাত্রা। চিত্রাঙ্কন আর্ট স্কুলের প্রদর্শনী আজ সোমবার পর্যন্ত চলবে।
আর্ট স্কুলের প্রধান শিক্ষক মলয় দাস জানিয়েছেন, তাঁদের চিত্রাঙ্কন আর্ট স্কুলের এই প্রদর্শনী এবার ২৮ বছরে পড়ল। এ বছর রবিতীর্থ ভবনে দু’দিনের এই আয়োজন। এক হাজারের উপর ছবি প্রদর্শনীতে স্থান পেয়েছে। স্কুলের চারশো ছাত্রছাত্রীর ছবি প্রদর্শনীতে আছে।
ময়নাগুড়ি ব্লকে চিত্রাঙ্কন আর্ট স্কুল আলাদা পরিচিতি তৈরি করেছে। এই স্কুলে ময়নাগুড়ি ছাড়াও পার্শ্ববর্তী এলাকার ছাত্রছাত্রীরা আসে। বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীরাও প্রদর্শনীতে অংশগ্রহণ করেছে। পড়াশোনার পাশাপাশি অঙ্কন শিল্পের মধ্য দিয়েও যেন ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ হয় সেটাই তৈরি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এই আর্ট স্কুল।
প্রধান শিক্ষক বলেন, মোবাইল ছেড়ে পড়াশোনার ফাঁকে আঁকা এবং হাতের কাজ শিখে ছাত্রছাত্রীরা এগিয়ে যাক, সেটাই আমাদের লক্ষ্য। এমন প্রদর্শনীর মধ্যদিয়ে ছাত্রছাত্রীদের উৎসাহ জোগানো হচ্ছে। কয়েক হাজার মানুষ দু’দিন এখানে আসবে। তাঁদের সামনে হাতের নানান কাজ, ছবি তুলে ধরা হচ্ছে। প্রতিবছর ছাত্রছাত্রীরা নিজেদের হাতের কাজ উন্নত থেকে উন্নততর করার চেষ্টা করছে। অভিভাবকদের বলব, তাঁরা যেন তাঁদের সন্তানদের আঁকার প্রতি উৎসাহ বাড়ান। আমাদের স্কুলে ছ’বছর বয়স থেকে ছাত্রছাত্রী থাকলেও এমন অনেক ছাত্রছাত্রী আছেন যাঁরা চাকরি বা অন্যান্য পেশার সঙ্গে জড়িত। তাঁরাও আঁকা শিখছেন। সুতরাং শেখার কোনও বয়স নেই। দরকার মনে আগ্রহ। বিকেল ৪টে থেকে রাত ৯টা পর্যন্ত প্রদর্শনীর গেট খোলা থাকবে।