সংবাদদাতা, কালিয়াগঞ্জ: বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেপ্তার হল উত্তর দিনাজপুরের হেমতাবাদে। শনিবার রাতে হেমতাবাদ থানার চৈনগরে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিস। ধৃত শাহজাহান আলীর (৩৮) বাড়ি বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার হরিপুর থানার কাঠালডাঙ্গী এলাকায়।
পুলিস প্রাথমিক তদন্তে জানতে পেরেছে, শাহজাহান বৃহস্পতিবার রাতে কাঁটাতার টপকে শিমুলডাঙ্গী এলাকা দিয়ে ভারতে এসেছে। এক আশ্রয়দাতার বাড়িতে সে লুকিয়ে ছিল। পুলিস গোপন সূত্রে খবর পেয়ে তাকে গ্রেপ্তার করে। ধৃত বাংলাদেশ সীমান্ত দিয়ে পাচারের সঙ্গে যুক্ত। আগেও সে কাঁটাতার টপকে ভারতে এসে ভিনরাজ্যে শ্রমিকের কাজ করে ফিরে গিয়েছিল।
হেমতাবাদ থানার আইসি সুজিত লামা বলেন, ধৃত বাংলাদেশিকে রায়গঞ্জ আদালতে পেশ করে দু’দিনের জন্য পুলিস হেফাজতে নেওয়া হয়েছে। ধৃত অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে। তাকে জেরা করে আসার কারণ ও পাচারে কারা যুক্ত রয়েছে জানার চেষ্টা চলছে।
পুলিস সূত্রে খবর ধৃত ভারত থেকে কাফ সিরাপ নিতে এসেছিল। বাংলাদেশের বাজারে একটি কাফ সিরাপ বোতল গড়ে দেড় থেকে দুই হাজার টাকায় বিক্রি হয়। ভারত থেকে সিরাপ কিনে সে রাতের অন্ধকারে সীমান্ত পার হয়ে পালিয়ে যেত। এভাবেই কারবার চালিয়ে যাচ্ছিল। তার সঙ্গে কারা যুক্ত জানতে তদন্ত শুরু করেছে হেমতাবাদ থানার পুলিস।