• ময়নাগুড়ি আর্ট ক্লাবের উদ্যোগে বল খেলার মাঠে আন্তর্জাতিক চিত্র প্রদর্শনী
    বর্তমান | ০৩ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, ময়নাগুড়ি: আঁকা শিখলে পড়াশোনার ক্ষতি হয় না বরং ছাত্রছাত্রীদের মানসিক বিকাশ ঘটে। এই কথাকে সামনে রেখে ময়নাগুড়িতে শুরু হয়েছে আন্তর্জাতিক চিত্র প্রদর্শনী। ভারত ও নেপালের সম্প্রীতির মেলবন্ধনে রবিবার থেকে শুরু হয়েছে দ্বিতীয় আন্তর্জাতিক চিত্রকলা প্রদর্শনী। ময়নাগুড়ি বল খেলার মাঠে এই প্রদর্শনী রবিবার থেকে শুরু হয়েছে। আগামী ৪ ফেব্রুয়ারি তারিখ পর্যন্ত এই চিত্র প্রদর্শনী চলবে। প্রদর্শনী পরিচালনা করছে ময়নাগুড়ি আর্ট ক্লাব।


    প্রদর্শনীতে নেপাল সহ পশ্চিমবঙ্গের নদীয়া, জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার জেলার শিল্পীরা তাঁদের ছবি নিয়ে এসেছেন। অসমের শিল্পীদেরও ছবি স্থান পেয়েছে। উদ্যোক্তাদের দাবি, চিত্র প্রদর্শনীর সব থেকে আকর্ষণীয় কর্মসূচি রয়েছে ৪ তারিখ, মঙ্গলবার। ওই দিন চিত্রশিল্পীদের অভিভাবকদের নিয়ে হবে আঁকা প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতাও শহরের বল খেলার মাঠেই হবে। এছাড়াও থাকবে অতিথি শিল্পীদের ছবি আঁকা। 


    রবিবার চিত্র প্রদর্শনীতে উপস্থিত ছিলেন ময়নাগুড়ি পুরসভার চেয়ারম্যান অনন্তদেব অধিকারী, ভাইস চেয়ারম্যান মনোজ রায়, ময়নাগুড়ি বিএড কলেজের প্রতিষ্ঠাতা মনোজ সাহা সহ অন্যান্যরা। প্রদর্শনীতে নেপাল থেকে নিয়ে আসা প্রচুর শিল্পীর ছবি স্থান পেয়েছে। ভারত ও নেপালের প্রায় পাঁচশো জন শিল্পীর ছবি আছে। প্রায় ১২০০ ছবি রয়েছে এখানে। 


    ময়নাগুড়ি আর্ট ক্লাবের সম্পাদক সুমন রায় বলেন, ২০২৩ সালে আমাদের প্রথম চিত্র প্রদর্শনী শুরু হয়। এরপর ২০২৫ সালে হচ্ছে। আমাদের এই প্রদর্শিনীতে এসেছেন নেপালের চিত্রশিল্পী মুকেশ মাহাত নুনাই। এছাড়াও রবিবার প্রদর্শনী শুরুর দিন আসেন নদীয়ার শিল্পী সৌমিত্র মণ্ডল, অসমের জন্মেজয় চক্রবর্তী। সুমনবাবু আরও বলেন, ময়নাগুড়ির বিভিন্ন অঙ্কন শিক্ষককে নিয়ে এই ক্লাব গড়ে উঠেছে ২০২৩ সালে। ময়নাগুড়ির খুদে চিত্র শিল্পীদের আগামী দিনে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টায় গড়ে উঠেছে আমাদের এই আর্ট ক্লাব। প্রতিদিন দুপুর ৩টে থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলবে প্রদর্শনী। 


    - নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)