মঙ্গলবাড়িতে রাস্তার পাশে অবৈধ নির্মাণ ভাঙবে পূর্তদপ্তর
বর্তমান | ০৩ ফেব্রুয়ারি ২০২৫
সংবাদদাতা, পুরাতন মালদহ: পুরাতন মালদহ শহরের পুরনো জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ অনেকটাই এগিয়েছে। এখন মঙ্গলবাড়ি চৌরঙ্গী মোড়ে কালভার্ট নির্মাণের কাজ চলছে। শহরের অন্যপ্রান্ত সারদা কলোনি সংলগ্ন এলাকায় আরও একটি কালভার্ট নির্মাণ হবে। তারপরেই জায়গা দখল করে নির্মাণ এবং সার্ভিস রোড দখলমুক্ত করতে অভিযানে নামবে পূর্ত দপ্তর।দপ্তরের মালদহের এক জুনিয়ার ইঞ্জিনিয়ার বলেন, কাজ আরও কিছুটা এগিয়ে প্রশাসনের সঙ্গে আলোচনা করে অবৈধ নির্মাণ সরিয়ে ফেলার পরিকল্পনা করা হয়েছে। মঙ্গলবাড়ির রাস্তা শহরের লাইফলাইন। ইংলিশবাজার, গাজোল সহ বিভিন্ন এলাকায় যেতে হলে এই রাস্তাই ভরসা। পূর্ত দপ্তরের উদ্যোগে স্থানীয় বুলবুলচণ্ডী মোড় থেকে রেলগেট পর্যন্ত ওই রাস্তা সংস্কারের কাজ শুরু হয়। ওই রুটে ডান এবং বাম দিকে দু’টি সার্ভিস রোড হয়েছে। তবে সেখানে এখনও দখলমুক্ত করা শুরু হয়নি। রাস্তার সিংহভাগ অংশে একাধিক দোকান রয়ে গিয়েছে। সার দিয়ে লরিও দাঁড়িয়ে থাকছে। শহরের বাসিন্দা অরূপ ঘোষ বলেন, সরকার রাস্তা সম্প্রসারণ করলেও কিছু ব্যবসায়ী দখল করে রাখছেন বলে আসল উদ্দেশ্য সফল হচ্ছে না। সবচেয়ে বেশি ভোগান্তি হয় পথচারীদের। সম্প্রতি ওই জায়গা পরির্দশন করেন পুরাতন মালদহ পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ সহ পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ারেরা। পুর চেয়ারম্যান বলেন, আমরা স্থানীয়দের আগেই বলে দিয়েছি রাস্তা দখলমুক্ত এবং নিকাশির কাজ হবে। এর জন্য জায়গা দখলমুক্ত করতে বলা হবে। নির্দেশ না শুনলে কাজ শুরু হওয়ার আগে আর্থমুভার দিয়ে সরিয়ে ফেলা হবে।