সংবাদদাতা, গঙ্গারামপুর: ফেব্রুয়ারি মাসজুড়ে জেলা যুব তৃণমূল শিবির ও জনসংযোগ কর্মসূচি চালাবে। শুক্রবার বালুরঘাটে তৃণমূল যুব জেলা কমিটির বৈঠক হয়। সেখানে ঠিক হয় সংবিধানের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে জনসভার মাধ্যমে সাধারণ মানুষের কাছে তুলে ধরা হবে কীভাবে কেন্দ্র জনগণের অধিকারকে ক্ষুন্ন করছে। জেলা যুব তৃণমূল সভাপতি অম্বরীষ সরকার বলেন, আমরা প্রত্যেক মাসে জেলা কমিটির মিটিং করে সংগঠনের কাজ করছি জেলাজুড়ে। যুব সংগঠনের মিটিংয়ে জেলার মূল সংগঠনের পদাধিকারীদের ডাকলেও আসেননি। আমরা ফেব্রুয়ারিতে জেলার আটটি ব্লক ও শহর এলাকায় ৫টি করে ক্যাম্প করব। সেখানে সরকারি পরিষেবা সংক্রান্ত সমস্ত অভাব অভিযোগ শুনে সমাধান করার চেষ্টা করব স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে। জেলা তৃণমূল সভাপতি সুভাষ ভাওয়াল বলেন, শাখা সংগঠনের এতো মিটিং, মিছিল হচ্ছে যে সব জায়গায় যাওয়া সম্ভব হচ্ছে না। জেলা নেতৃত্ব যে যেখানে মনে করছেন যাচ্ছেন। যুব তৃণমূল জেলাজুড়ে কর্মসূচি নিতেই পারে। এতে কোনও সমস্যা নেই।