সংবাদদাতা, পুরাতন মালদহ: রবিবার সকালে পুরাতন মালদহ শহরে ১৬ নম্বর ওয়ার্ডের দেবীপুরে উজ্জ্বল হালদার (৩৩) নামে এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তি প্রায়দিন মদ্যপান করে বাড়িতে অশান্তি করতেন। রবিবার সকালে বাড়ির একটি ঘরে ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়। পুলিস দেহ ময়নাতদন্তে পাঠায়। বিষয়টি খতিয়ে দেখছে মালদহ থানার পুলিস।