সংবাদদাতা, কালিয়াচক: আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেপ্তার করল কালিয়াচক থানার পুলিস। ধৃতের নাম মিন্টু মণ্ডল। সে কালিয়াচক থানা এলাকার ব্রহ্মত্তর গ্রামের নাজিরপুর চামাগ্রামের বাসিন্দা। কালিয়াচক থানার পুলিস রবিবার ভোরে গোপন সূত্রে খবর পেয়ে ধৃতের বাড়িতে হানা দেয়। তাকে আটক করে বাড়ির তল্লাশি নিতেই উদ্ধার হয় একটি ওয়ান শাটার ও দুটি কার্তুজ। আগ্নেয়াস্ত্রটি একটি গামছায় মোড়ানো ছিল। এরপরই পুলিস মিন্টুকে গ্রেপ্তার করে। ধৃতকে এদিন দুপুরে মালদহ জেলা আদালতে পেশ করা হলে বিচারক ৭ দিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন।