নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জানুয়ারি থাকতেই অতিবড় শীতকাতুরেকেও জ্যাকেট-সোয়েটার-কম্বল ছাড়তে হয়েছে। রবীন্দ্র সদনে মেট্রো থেকে নেমে হেঁটে ক্যামাক স্ট্রিটে অফিসে আসতেই ঘাম ছুটেছে বিজ্ঞাপন সংস্থার কর্মী সৌমিত্র ভট্টাচার্যের। হবে নাই বা কেন! সরকারি হিসাব বলছে, এবারের জানুয়ারি ছিল গত বারো বছরের মধ্যে উষ্ণতম। আলিপুর আবহাওয়া দপ্তরের রেকর্ড বলছে, ২০১২ সাল থেকে দেখলে কলকাতায় এবারের জানুয়ারি ছিল উষ্ণতম। এর আগে সর্বনিম্ন তাপমাত্রা কখনওই ১২.৩ ডিগ্রি সেলসিয়াসের নীচে নামেনি। ২০২১ সালের জানুয়ারিতে কলকাতায় শীতলতম দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.১ ডিগ্রি। ২০১২ থেকে বাকি বছরগুলিতে জানুয়ারির শীতলতম দিন ৯ থেকে ১১ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করেছে। ফেব্রুয়ারির শুরুতে কলকাতা সহ দক্ষিণবঙ্গে শীত থমকে রয়েছে।
আগামী কয়েকদিনে সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমলেও তা ১৭-১৮ ডিগ্রির আশপাশে থাকবে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন। তারপর আবার তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী হবে। তবে শীত এবারের মতো পাকাপাকিভাবে শহর থেকে বিদায় নিচ্ছে, এটা এখনও বলতে চাইছেন না আবহাওয়াবিদরা। আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা কিছুদিনের মধ্যে ফের কমে ১৫-১৬ ডিগ্রির আশপাশে আসতে পারে। পশ্চিম হিমালয়ে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা আসার জন্য উত্তুরে হাওয়া কমজোরি হওয়ার জন্যই শীতের এই দুরবস্থা! পাশাপাশি বঙ্গোপসাগরে একটি বিপরীত ঘূর্ণাবর্ত বা উচ্চচাপ বলয়ের জন্য কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশজুড়ে বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকেছে। এই কারণে ভোরে ঘন কুয়াশা পড়ছে। আকাশ খানিকটা মেঘলা থাকছে। আজ সোমবার মেঘলা পরিবেশ কিছুটা কমবে বলে আবহাওয়া অধিকর্তা জানিয়েছেন। কাল মঙ্গলবার আকাশ পুরোপুরি পরিষ্কার হতে পারে। রবিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.১ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ৬.৫ ডিগ্রি বেশি। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২০ ডিগ্রির আশপাশে।
আলিপুর আবহাওয়া দপ্তরের রেকর্ড বলছে, ২০১২ সাল থেকে অধিকাংশ বছরে ফেব্রুয়ারিতে কলকাতায় শীতলতম দিনের তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রির মধ্যে ছিল। তিনটি বছর দেখা যাচ্ছে, শীতলতম দিন ১৫ থেকে ১৬ ডিগ্রির মধ্যে ছিল। ২০১৩ সালে ১১ ফেব্রুয়ারি কলকাতায় শীতলতম দিনে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৪ ডিগ্রি। ২০২০ সালে ১০ ফেব্রুয়ারি মাসের শীতলতম দিনে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় ১২.৩ ডিগ্রি। তাই আবহাওয়াবিদরা বলছেন, দু’টি পশ্চিমী ঝঞ্ঝা আসার মধ্যে কিছুটা সময় পাওয়া গেলেই য কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি বা তার নীচে নামতে পারে।
পশ্চিমী ঝঞ্ঝার এতো গতিপ্রকৃতি মানুষ বোঝেন না। শীত চলে গিয়ে গলদঘর্ম পরিস্থিতি হয়েছে শহরবাসীর। দু’মিনিট হাঁটলেই রুমাল বের করে ঘাম মুছতে হচ্ছে। মনে পড়ে যাচ্ছে, এপ্রিল-মে’র গরমের কথা। - নিজস্ব চিত্র