প্রেমিকার বাড়িতে আগ্নেয়াস্ত্র হাতে চড়াও, গ্রেপ্তার প্রেমিক, কাশীপুরে তুমুল চাঞ্চল্য
বর্তমান | ০৩ ফেব্রুয়ারি ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রেমিকা সম্পর্ক ছিন্ন করায় আক্রোশবশত তাঁর বাড়িতে এসে হামলার অভিযোগ উঠেছে প্রেমিকের বিরুদ্ধে। তাঁকে শ্লীলতাহানি করা হয় বলেও জানা গিয়েছে। এরপর তরুণীকে আগ্নেয়াস্ত্র ও ছুরি দেখিয়ে ভয় দেখানো হয় বলে অভিযোগ। এমনকী তাঁর পরিবারের লোকজনকেও অস্ত্র দেখানো হয়েছে। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে কাশীপুর থানা এলাকার প্রামাণিক ঘাট রোডে। ওই তরুণীর অভিযোগের ভিত্তিতে কাশীপুর থানা আগ্নেয়াস্ত্র ব্যবহার, শ্লীলতাহানি সহ একাধিক ধারায় কেস রুজু করে অভিযুক্ত যুবক অমিত চক্রবর্তীকে গ্রেপ্তার করেছে।
কাশীপুরের প্রামাণিক ঘাট রোডের বাসিন্দা ওই তরুণী লিখিত অভিযোগে জানিয়েছেন, অভিযুক্তের সঙ্গে বছর পাঁচেক আগে পরিচয় হয়। এরপর দু’জন প্রণয়ঘটিত সম্পর্কে জড়িয়ে পড়েন। অনেকদিন তাঁরা সম্পর্কে ছিলেন। দু’জনেরই একে অন্যের বাড়িতে যাতায়াত ছিল। ওই যুবক হঠাৎ তাঁর সঙ্গে খারাপ ব্যবহার শুরু করায় একবছর আগে তরুণী সম্পর্ক ছিন্ন করেন। অভিযুক্তের নম্বর ব্লক করে দেন। তরুণীর দাবি, এরপর প্রাক্তন প্রেমিক বিভিন্ন নম্বর থেকে তাঁকে ফোন করে অশালীন কথা বলতে থাকে। বারবার সাবধান করা হলেও সে কোনও কথাই শোনেনি। উল্টে দু’জনের বিভিন্ন ছবি তরুণীর পরিচিত ও বন্ধুদের কাছে পাঠাতে থাকে ওই যুবক। সম্পর্কে থাকাকালীন ওই যুবক প্রেমিকার পরিচিতদের নম্বর পেয়েছিল। দু’জনের সম্পর্ক ছিন্ন হওয়ার পরেও সেই পরিচিতদের ফোন করে ঘটনার কথা বলে অভিযুক্ত যুবক। তরুণী পরিচিতদের কাছ থেকে ওই ছবি পেয়ে আশ্চর্য হয়ে যান। তরুণী বুঝতে পারেন, আক্রোশ থেকে প্রাক্তন প্রেমিক পরিচিতদের কাছে এগুলি পাঠাচ্ছে।
অভিযোগে ওই তরুণী জানিয়েছেন, শনিবার সন্ধ্যা সাতটা নাগাদ আচমকাই তাঁর বাড়ির সামনে এসে হাজির হয় প্রাক্তন প্রেমিক অমিত। বাড়ির সামনে সে চিৎকার শুরু করে। তরুণী ব্যক্তিগত কাজে বাইরে বেরনোর জন্য বাড়ির দরজা খোলেন। তরুণীর দাবি, তিনি বেরতেই তাঁর হাত চেপে ধরে অভিযুক্ত। অশালীন ব্যবহারও করে। তিনি ওই যুবকের হাত থেকে বাঁচতে চিৎকার শুরু করলে বোনকে বাঁচাতে বাইরে আসেন দাদা। এই সময় অভিযুক্ত তাঁর সঙ্গে থাকা কাটারি, আগ্নেয়াস্ত্র ও ছুরি বের করে শূন্যে ঘোরাতে শুরু করে। তরুণীকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় ও ভয় দেখাতে থাকে। চিৎকার চেঁচামেচিতে পাড়ার লোকজন জড়ো হয়ে যায়। পরিস্থিতি বেগতিক বুঝে পালায় অভিযুক্ত। এরপরই তরুণী অভিযোগ করে থানায়। অভিযোগ পেয়ে অমিত চক্রবর্তী নামে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিস।