পূর্ব পুঁটিয়ারির ইটখোলায় পুকুর সংস্কারের সিদ্ধান্ত, জমা জলের সমস্যা মেটার আশা
বর্তমান | ০৩ ফেব্রুয়ারি ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পূর্ব পুঁটিয়ারির এক নম্বর ইটখোলা অঞ্চলে একটি বড় জলাশয় সংস্কার করা হবে। অঞ্চলের নাগরিকের দীর্ঘদিনের দাবি মেনে সেই কাজ শুরু হতে চলেছে। পাঁচ কোটি ১২ লক্ষ টাকার বেশি খরচ হবে কাজটি করতে।
কুঁদঘাট বাজার থেকে কিছু দূর এগিয়েই এক নম্বর ইটখোলার ব্রিক ফিল্ড রোড। সেখানেই একাধিক পুকুর রয়েছে। বহু পুকুর ইতিমধ্যেই নোংরা জমে প্রায় মজে গিয়েছে। বলা ভালো, প্রায় ভরাট হয়ে গিয়েছে বলে অভিযোগ। বড় পুকুরটির দশাও খুব একটা ভালো নয়। ঠিক হয়েছে, ওই পুকুরটির আশপাশে আগাছা সাফ করে নতুনভাবে বাঁধানো হবে। গোটা পুকুর ঘিরে ‘গ্রিন বেল্ট’ তৈরি করা হবে। ওই এলাকায় আশপাশের নিচু জায়গায় বৃষ্টিতে জল জমার সমস্যা রয়েছে। তাই পুকুরটি সংস্কার করা হলে বৃষ্টির সময় বাড়তি জল দ্রুত সরে যাবে, এলাকার রাস্তাঘাটে জল জমবে না বলেই আশা করছেন স্থানীয় বাসিন্দা অস্মিতা রায়, শীর্ষ হালদাররা। স্থানীয় ১১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বিশ্বজিৎ মণ্ডল বলেন, ওখানে অনেকগুলি পুকুর আছে। সব ক’টাই ধাপে ধাপে সংস্কার করা হবে। আপাতত বড় পুকুরটির কাজ হাতে নেওয়া হয়েছে। এলাকায় জলাশয় থাকলে পরিবেশও ভালো থাকবে। বৃষ্টির জলও ধরে রাখা যাবে।