পাকদহ নজরুল সঙ্ঘের ফুটবল টুর্নামেন্টে উপচে পড়ল ভিড়
বর্তমান | ০৩ ফেব্রুয়ারি ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বারাসত: সব খেলার সেরা বাঙালির ফুটবল। যুগ যুগ ধরে এই কথা চিরন্তন। তাই, বাঙালির প্রাণের খেলাকে আরও উজ্জীবিত করতে এগিয়ে এল বারাসত ২ নম্বর ব্লকের দাদপুর পঞ্চায়েতের পাকদহ নজরুল সঙ্ঘ। রবিবার ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হল একদিনের ১৬ দলের নকআউট ফুটবল টুর্নামেন্ট। সকাল থেকে রাত পর্যন্ত খেলার মাঠ ছিল কানায় কানায় ভর্তি। বেলা যত বেড়েছে, ততই বেড়েছে দর্শকদের উপস্থিতি। পাকদহ নজরুল সঙ্ঘ বছরের বিভিন্ন সময় সমাজসেবামূলক কাজ করে। ক্লাবের সম্পাদক তথা দাদপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল হাই। এই ফুটবল টুর্নামেন্ট তাঁর মস্তিষ্কপ্রসূত। রবিবার সকালে উদ্বোধনী অনুষ্ঠানে ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়েছিল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী।
এদিন বিকেলে ফুটবল মাঠে উপস্থিত হন টলি তারকা সোহম চক্রবর্তী, কৌশানী মুখোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, ঋত্বিকা সেন, রহিম নবি সহ অন্যান্যরা। দর্শকরা কেউ বাড়ির ছাদে, কেউ আবার গাছের ডালে উঠেও খেলা দেখেন। দর্শকের ভিড়ে কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে পাকদহের মূল রাস্তা। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খায় পুলিস। খেলা দেখার সুবিধার জন্য মাঠের চারদিকে বসানো হয়েছিল এলইডি স্ক্রিন। টুর্নামেন্টে জয়ী টিমকে দেওয়া হয়েছে এক লক্ষ টাকা নগদ পুরস্কার। রানার্স টিমকে পেয়েছে নগদ ৮১ হাজার টাকা। এছাড়াও প্রতিটি খেলায় ম্যান অফ দি ম্যাচের পুরস্কারও ছিল। দর্শকদের উপহার হিসেবে ফুলকপি দেওয়া হয়। পাশাপাশি দুঃস্থদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।
আব্দুল হাই বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খেলার মানোন্নয়নে বদ্ধপরিকর। তাঁর ভাবনায় গ্রামবাংলার বিভিন্ন খেলা নতুন করে প্রাণ পেয়েছে। এদিন দর্শকদের ভিড় ছিল নজরকাড়া। কার্যত জনসুনামি হয়েছে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে ১৬টি দল এই টুর্নামেন্টে অংশ নিয়েছিল। দর্শক শেখ সাহাবুদ্দিন ও সঞ্জয় দাস বলেন, এখানে এত বড় ফুটবল টুর্নামেন্ট আগে কখনও হয়নি। - নিজস্ব চিত্র