• পড়ুয়া টানতে অডিও ভিস্যুয়াল ক্লাস, চাপ  কমাতে ছাত্র-অভিভাবকদের কাউন্সেলিং
    বর্তমান | ০৩ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পড়ুয়া টানতে এবার স্মার্ট ক্লাসে জোর দিচ্ছে হেয়ার স্কুল। ৬ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চ পর্যন্ত সমস্ত শ্রেণির প্রথম সামেটিভ মূল্যায়নের সিলেবাসের পড়া চলবে অডিও ভিস্যুয়াল পদ্ধতিতে। এই ধরনের উদ্যোগ কোনও সরকারি স্কুলে এই প্রথম বলে দাবি করছেন হেয়ার স্কুলের নতুন প্রধান শিক্ষক তপন মাইতি। শুধু পড়াশোনাই নয়, পড়ুয়াদের চাপ কমাতে এবং মনোসংযোগ বৃদ্ধিতে আলাদা করে ওয়ার্কশপ করা হবে বলেও তিনি জানিয়েছেন। পৃথকভাবে কাউন্সেলিং করা হবে অভিভাবকদেরও।


    সরকারি প্রকল্পের অধীনেই স্মার্ট ক্লাসরুমের বিষয়টি রয়েছে। তবে, হেয়ার স্কুলের ক্ষেত্রে বিষয়টি আলাদা। খাতায় কলমে স্মার্টরুমের আওতায় থাকলেও সেই খাতের ডিভাইস বা অন্যান্য হার্ডওয়্যার সেভাবে খুঁজে পাননি তপনবাবু। তার পরিবর্তে স্কুলের পুরনো একটি কম্পিউটার এবং একটি প্রজেক্টরকে সারিয়ে নিয়েছেন। খুঁজে পেতে স্কুলের স্টোর থেকেই জোগাড় হয়েছে একটি সাদা স্ক্রিন। আর সমস্ত শিক্ষককে দায়িত্ব দেওয়া হয়েছে সিলেবাস অনুযায়ী লার্নিং কনটেন্ট তৈরি করে আনার জন্য। সেই কাজ শেষের মুখে। পেন ড্রাইভে এনে তা মূল কম্পিউটারের সঙ্গে জুড়ে দিয়ে শুরু হবে ক্লাস। দেড়শো পড়ুয়া বসার মতো যে হলঘরটি রয়েছে, সেখানেই অডিও ভিস্যুয়াল ক্লাসগুলি হবে।


    ই-লার্নিং কেন জরুরি? তপনবাবু জানাচ্ছেন, শহরের জনবিন্যাস বদলের জন্য প্রাচীন সরকারি স্কুলগুলিতে পড়ুয়া কমছে। তাই যুগের সঙ্গে বদলাতে হবে। শিক্ষাদপ্তরও এ ধরনের উদ্যোগ নিতে উৎসাহ দিচ্ছে। এতে একদিকে যেমন পড়াশোনার মজাটা বাড়ে, তেমনই তা আরও বেশি কার্যকরী হয়। এরকম পরিবেশ পেলে আরও বেশি ছাত্র স্কুলে ভর্তি হতে উৎসাহী হবে বলে তাঁর আশা। তবে, এর পাশাপাশি ছাত্রদের মনোসংযোগ বৃদ্ধির বিষয়টিও গুরুত্বপূর্ণ। বেশ কিছু অ্যাক্টিভিটির মাধ্যমে তাদের মনোসংযোগ বৃদ্ধির কৌশল শেখানো হবে। শুধু তাই নয়, তাদের চাপমুক্তভাবে পড়াশোনা করতে দেওয়ার জরুরি। এর জন্য অভিভাবকদের পরামর্শ দেওয়া হবে। এগুলি হবে খোলা পরিবেশেই। এর জন্য ব্যবহার করা হবে স্কুলের মাঠটিকে। অর্থাৎ, বেসরকারি স্কুলে যা স্বাভাবিক ছবি, হেয়ার স্কুলের হাত ধরে তা ছড়িয়ে পড়তে চলেছে সরকারি স্কুলগুলিতেও।
  • Link to this news (বর্তমান)