নিজস্ব প্রতিনিধি, বারাসত: সমস্ত ক্ষেত্রে থাবা বসাচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অর্থাৎ এআই। বাদ গেল না বাগদেবী সরস্বতী পূজোর মূর্তিও। এআইয়ের তৈরি করা মূর্তির ছবি দেওয়া হচ্ছে মৃৎশিল্পীদের। আর সেই মতোই তৈরি হচ্ছে মা সরস্বতীর প্রতিমা। এবার তো সুপারহিট কার্টুনের ‘মিষ্টি সরস্বতী।’ বারাসতের কুমোরপাড়াতে শেষবেলায় দেখা গেল এই মূর্তি কিনতে ভিড়। কিন্তু আগে থেকে অর্ডার না দেওয়ায় অনেকেই পেলেন না সেই প্রতিমা।
বারাসতের শেঠপুকুর এলাকায় রয়েছে পালপাড়া। এবার সরস্বতী প্রতিমা তৈরির ক্ষেত্রেও বদল এনেছেন পালপাড়ার শিল্পীরা। এবার তৈরি হয়েছে কার্টুন সরস্বতী। জানা গিয়েছে, ফ্ল্যাট কালচারে এই প্রতিমার চাহিদা বেশি। কারণ অল্প জায়গার মধ্যে সরস্বতী পুজো করতে চায় আপামর বাঙালি। ফলে ছোট্ট প্রতিমার প্রতি ঝোঁক বেড়েছে সকলের। এবার, পালপাড়ার শিল্পীদের কাছে এসে বহু মানুষ এআই-এ তৈরি সরস্বতী প্রতিমা দেখিয়েছেন। তা দেখেই তৈরি হয়েছে প্রতিমা।মৃৎশিল্পী শম্ভু পাল বলেন, এই ধরনের প্রতিমা তৈরি করতে সময় অনেকটাই বেশি লেগেছে। কারণ, এর কোনও নির্দিষ্ট ছাঁচ নেই। সাবেকি প্রতিমা তৈরি করতে যে সমস্ত সামগ্রী লাগে, তা এতে লাগলেও কাজ আলাদা। একটি প্রতিমা তৈরি করতে একমাসের বেশি সময় লাগে। আমাদের কাছে অনেক অর্ডার এসেছিল। কিন্তু সময়ে জোগান দিতে পারব না বলে তা বাতিল করেছি। সাবেকি প্রতিমা করতে যা খরচ হয়, তার থেকে অনেকটাই বেশি লাগে এই প্রতিমা তৈরি করতে।
মিঠুন মণ্ডল ও সায়ন রাজবংশী নামে দুই শিল্পী বলেন, এবার প্রথম এই কার্টুন প্রতিমা তৈরি করা হয়েছে। ক্রেতারা পছন্দমত ছবি আমাদের দিয়ে গিয়েছেন। সেই মতোই তৈরি করা হয়েছে এই প্রতিমা। অনেকেরই নজর কাড়ছে এই নতুন প্রতিমা। ফলে, অনেকেই এই প্রতিমা কিনতে চাইলেই তা দিতে পারছি না। তবে এটুকু বলতে পারি এবার সরস্বতী পুজোতে সুপারহিট কার্টুনের মিষ্টি সরস্বতী প্রতিমা।
বারাসতের দেবু মুখোপাধ্যায় বলেন, আমি প্রায় একমাস আগে প্রতিমার বরাত দিয়েছিলাম। ছবি দিয়ে গিয়েছিলাম আগেই। রবিবার দুপুরে পেয়েছি এই মিষ্টি প্রতিমা। দিন দশেক আগে আরেকটি অর্ডার দিতে এসেছিলাম। কিন্তু শিল্পীরা তা নেননি। এবার অন্যরকম সরস্বতী প্রতিমা খুব ভালো লেগেছে।-নিজস্ব চিত্র