সংবাদদাতা, উলুবেড়িয়া: বাংলা আবাস যোজনা প্রকল্পে প্রশাসনের তৈরি করা তালিকা নিয়ে আপত্তি ছিল অনেকেরই। অভিযোগ ছিল, প্রকৃত উপভোক্তাদের নাম তালিকায় ওঠেনি। তারপরই তাঁরা ‘মুখ্যমন্ত্রীকে বলো’ নম্বরে ফোন করেন। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীকে ফোন করে হাওড়ায় প্রায় ১ হাজার ৯১০ জন উপভোক্তা বাংলা আবাস প্রকল্পে নতুন বাড়ি পেয়েছেন।
হাওড়া জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ২০১৮ সালে জেলার কয়েক লক্ষ মানুষ নতুন বাড়ির জন্য আবেদন করেছিলেন। সেই আবেদনের ভিত্তিতে প্রশাসনের কর্তা ব্যক্তিরা একাধিকবার সমীক্ষা করে বাড়ি পাওয়ার যোগ্য ব্যক্তিদের নামের তালিকা তৈরি করে। এরপরও বহু মানুষের বাড়ি পাওয়া থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ উঠছিল। এই অবস্থায় প্রশাসনের পক্ষ থেকে বঞ্চিত উপভোক্তাদের সরাসরি মুখ্যমন্ত্রীকে বলোতে ফোন করে আবেদন জানানোর কথা বলা হয়। সেইমতো অনেকে সরাসরি মুখ্যমন্ত্রীকে বলো প্রকল্পে ফোন করে বাড়ির আবেদন করেন। সেই আবেদন জেলার মাধ্যমে সংশ্লিষ্ট ব্লকে পাঠানো হয়। সেগুলি যাচাই করে যোগ্য ব্যক্তিদের বাড়ি দেওয়ার পক্ষে রিপোর্ট দেওয়া হয়। রিপোর্টের ভিত্তিতে প্রশাসনের পক্ষ থেকে ওইসব ব্যক্তিদের বাড়ি অনুমোদন করা হয়। হাওড়া জেলা প্রশাসনের এক কর্তা জানান, সরাসরি মুখ্যমন্ত্রীকে বলো প্রকল্পে ফোন করা ১ হাজার ৯১০ জন উপভোক্তাকে নতুন বাড়ি দেওয়া হয়েছে। তাঁদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে গিয়েছে।