• লেদার কমপ্লেক্সে তিন সাফাই কর্মীর মৃত্যুর ঘটনায় রাতেই গ্রেপ্তার ঠিকাদার
    এই সময় | ০৩ ফেব্রুয়ারি ২০২৫
  • বানতলা শিল্পতালুকে ম্যানহোলে নেমে তিন সাফাই কর্মীর মৃত্যুর ঘটনায় ঠিকাদারকে গ্রেপ্তার করল পুলিশ। আলিমুদ্দিন শেখ নামে ওই ঠিকাদারকে রবিবার রাতেই গ্রেপ্তার করা হয়েছে। তাঁর অধীনেই ওই তিন শ্রমিক কাজ করতেন। তাঁর বিরুদ্ধে গাফিলতি-সহ একাধিক অভিযোগে মামলা দায়ের করেছে পুলিশ।

    রবিবার সকালে বানতলায় চর্মনগরীর সেক্টর-৬ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটির অধীনে একটি ম্যানহোলের কাজ চলছিল। লুৎফার রহমান নামে এক শ্রমিক জানান, নতুন ড্রেনের ম্যানহোল তৈরির জন্য মাটি খোঁড়াখুড়ির কাজ চলছিল। কিন্তু পাশেই একটি ড্রেনে নোংরা জল জমে থাকার জন্য, তাঁদের কাজের অসুবিধা হচ্ছিল। সেই সময় ফয়জেম শেখ নামে তাঁদের দলের এক শ্রমিক নোংরা জমে থাকা ড্রেনের পাইপের মুখে বস্তা গুঁজে দিতে ম্যানহোলে নামেন।

    লুৎফার আরও জানান, সেই সময় রাস্তার উপরে ম্যানহোলের সামনেই দাঁড়িয়ে ছিলেন সুমন, হাসিবুর ও সালাম নামে আরও তিন শ্রমিক। ম্যানহোলে নামার কিছুক্ষণের মধ্যেই ফয়জেম বিষাক্ত গ্যাসে অজ্ঞান হয়ে যান। ফয়জেমকে উদ্ধার করতে সুমন সর্দার, হাসিবুর শেখ ম্যানহোলে নামলে, তাঁরাও অসুস্থ হয়ে পড়েন। প্রায় সাড়ে তিন ঘণ্টা পরে জল-কাদা মাখা তিনটে দেহ যখন উপরে তোলা হয়, কারও দেহেই প্রাণ ছিল না। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি জানান, এই ঘটনার জন্য যারা দায়ী, কাউকে রেয়াত করা হবে না। এর পরই রাতে ঠিকাদার আলিমুদ্দিন শেখকে গ্রেপ্তার করে পুলিশ।

  • Link to this news (এই সময়)