রাজ্যে ফের আক্রান্ত পুলিশ। নকল কয়েনের কারবার বন্ধ করতে গিয়ে হামলার মুখে পড়ল বীরভূমের লাভপুর থানার পুলিশ। পুলিশের গাড়িতে ভাঙচুর করা হয় বলে অভিযোগ। ঘটনায় এক পুলিশ কর্মী আহত হয়েছেন বলে সূত্রের খবর। শেষ পাওয়া খবর অনুযায়ী হামলার ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
জানা গিয়েছে, রবিবার রাতে হাতিয়া গ্রাম সংলগ্ন অমৃতবাঁধ এলাকায় টহল দিচ্ছিল লাভপুর থানার পুলিশ। ওই এলাকাতেই নকল কয়েনের ব্যবসা চলছে বলে গোপন সূত্রে খবর আসে পুলিশের কাছে। সঙ্গে সঙ্গেই তল্লাশি অভিযানে যায় পুলিশের একটি টিম। অভিযোগ, সেই সময়ে জনা কুড়ি দুষ্কৃতী পুলিশকে তাড়া করে। হাতিয়া বাসস্ট্যান্ডের কাছে পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট, পাথর ছোড়া হয়।
ইটের ঘায়ে পুলিশের গাড়ির কাচ ভাঙে। আহত হন এক পুলিশকর্মীও। হামলার খবর পেয়ে বড় বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছন লাভপুর থানার আধিকারিকেরা। এলাকায় মোতায়েন করা হয় পুলিশ বাহিনী। তারা এলাকায় রাত থেকেই টহল দিচ্ছে। ঘটনার পর থেকেই এলাকা থমথমে। যদিও নতুন করে কোনও উত্তেজনা ছড়ায়নি।
উল্লেখ্য, কিছুদিন আগেই বীরভূমের সিউড়িতে দুই দুষ্কৃতীকে ধরতে গিয়ে আক্রান্ত হয় পুলিশ। থানার আইসির জামার কলার ধরে টানাটানি করারও অভিযোগ ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে ব্যাপক লাঠিচার্জ করতে হয়। ওই ঘটনায় ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। এর আগে মুর্শিদাবাদের আলিনগর গ্রামে পুলিশের হাত থেকে আসামি ছিনতাইয়ের অভিযোগ উঠেছিল।