• ক্যান্সারের জেনেটিক কাউন্সেলিং ক্লিনিক শহরে
    এই সময় | ০৩ ফেব্রুয়ারি ২০২৫
  • এই সময়: কমবেশি সব ক্যান্সারেই বংশগতি বা জিনগত ঝুঁকি কিছুটা থাকেই। কিছু ক্যান্সারের ক্ষেত্রে তা অনেকটাই বেশি। কিন্তু ভবিষ্যতে সেই সব ক্যান্সার হওয়ার আশঙ্কা আছে কি না, তা জানার উপায় অধরা ছিল এ শহরে। এবার সেই খামতিই পূরণ হলো কলকাতায়। বংশগত ক্যান্সার প্রতিরোধ করতে ঠাকুরপুকুরের সরোজ গুপ্ত ক্যান্সার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের উদ্যোগে চালু হলো পূর্ব ভারতের প্রথম সুসংহত জেনেটিক কাউন্সেলিং ক্লিনিক।

    শনিবার এই কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এর ফলে পূর্ব ভারতে ক্যান্সার চিকিৎসা আরও এক ধাপ এগিয়ে গেল বলে আশা কর্তৃপক্ষের। ক্যান্সার জেনেটিক স্ক্রিনিংয়ের ব্যাপারে এ দেশে পথিকৃৎ, মুম্বইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালের চিকিৎসক রাজীব সারিন উপস্থিত ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে।

    ঠাকুরপুকুরের ওই ক্যান্সার হাসপাতালের অধিকর্তা অর্ণব গুপ্ত জানান, স্তন, ডিম্বাশয়, প্রস্টেট গ্ল্যান্ড ও বৃহদন্ত্রের ক্যান্সারে জিনগত ঝুঁকি সবচেয়ে বেশি। প্রথমে ফ্যামিলি হিস্ট্রির চুলচেরা বিশ্লেষণ এবং তার পর জেনেটিক স্ক্রিনিংয়ের মাধ্যমে স্পষ্ট ক্লিনিক্যাল ধারণা তৈরি হয়, সংশ্লিষ্ট ব্যক্তির ভবিষ্যতে ক্যান্সার হওয়ার আশঙ্কা রয়েছে কি না।

    ফলে আগাম সতর্ক হয়ে যাওয়ার রাস্তাটা সহজেই চিনে নেওয়া যেতে পারে জেনেটিক স্ক্রিনিং ক্লিনিকের বিশেষজ্ঞদের সহায়তায়। জিন স্ক্রিনিং পজ়িটিভ এলে, প্রয়োজনে সার্জারির মাধ্যমে স্তন, ডিম্বাশয়ের মতো অঙ্গ কেটে বাদ দিয়েও ক্যান্সারকে প্রতিহত করা যেতে পারে। এই ক্লিনিক সপ্তাহে দু’দিন (বুধ ও শুক্রবার) সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত চালু থাকবে।

  • Link to this news (এই সময়)