• প্রেমের প্রস্তাব দশম শ্রেণির ছাত্রীকে, ঠান্ডা পানীয়ও খাওয়ান যুবক, বাড়ি ফিরতেই অসুস্থ, হাসপাতালে মৃত্যু
    এই সময় | ০৩ ফেব্রুয়ারি ২০২৫
  • দশম শ্রেণির এক ছাত্রীকে ঠান্ডা পানীয়র সঙ্গে কীটনাশক মিশিয়ে খাইয়ে খুনের অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। ওই পানীয় খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিল চণ্ডীপুরের বাসিন্দা ওই কিশোরীর ও তার এক বান্ধবী। দু'জনেই পূর্ব মেদিনীপুরের তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে বেশ কিছুদিন ধরে ভর্তি ছিল। রবিবার এক কিশোরী মারা যায়। অন্য কিশোরী এখনও হাসপাতালে চিকিৎসাধীন। মৃত কিশোরীর বাবা মেয়েকে খুনের অভিযোগ দায়ের করেছেন চণ্ডীপুর থানায়। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যুবক পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

    মৃত কিশোরী স্থানীয় বরজ হাইস্কুলে দশম শ্রেণিতে পড়ত। স্কুলের পুজো নিয়ে সে ও তার সহপাঠীরা জানুয়ারির শেষ সপ্তাহ থেকে খুব ব্যস্ত ছিল। ওই সময় ওই কিশোরী স্কুলের কয়েকজন সহপাঠীর সঙ্গে এলাকার বিভিন্ন স্কুলে সরস্বতী পুজোর নিমন্ত্রণ জানাতে গিয়েছিল।

    অভিযোগ, সেই দিন অভিযুক্ত যুবক ওই কিশোরীকে প্রেম নিবেদন করে। এক প্রকার জোর করেই ওই কিশোরী ও তার সহপাঠীকে ঠান্ডা পানীয় খাওয়াতে চায়। তারা প্রথমে খেতে চায়নি। পরে যুবক জোরাজুরি করায় তারা সেই পানীয় খায় ও বাড়ি ফিরে গুরুতর অসুস্থ হয়ে পড়ে দু'জনেই।

    হাসপাতালের চিকিৎসকরা জানান, মৃত কিশোরীর দেহে কীটনাশক মিলেছে। চণ্ডীপুর থানার ওসি দীপক অধিকারী জানান, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। তবে অভিযুক্ত পলাতক। ওসি জানিয়েছেন, অসুস্থ কিশোরী সুস্থ হয়ে উঠলে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

  • Link to this news (এই সময়)