সরস্বতী পুজোয় বাইক নিয়ে ঘুরতে বেরিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, নদিয়ায় মৃত্যু চার কলেজ পড়ুয়ার...
আজকাল | ০৩ ফেব্রুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: সরস্বতী পুজোয় আনন্দ করতে চার বন্ধু এক সঙ্গে বাইক নিয়ে বাড়ি থেকে বার হয়েছিলেন। কিন্তু তাঁদের আর বাড়ি ফেরা হল না। মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল চারজনেরই। ঘটনাটি ঘটে নদীয়ার তেহট্ট থানার কানাইখালি বাজারে। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঠিক কি কারণে এই দুর্ঘটনাটি তাঁর তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম মনীশ বিশ্বাস (১৮), দীপ মণ্ডল (২০), সুমন মণ্ডল (১৮) এবং তনময় বিশ্বাস ১৮। সকলেরই বাড়ি তেহট্ট এলাকায়। চারজনেই একে অপরে বন্ধু ছিলেন। রবিবার সরস্বতী পুজোর দিন সন্ধ্যায় চার বন্ধু মিলে একই মোটরবাইকে চেপে ঘুরতে বেরিয়েছিল। রাতে ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে কানাইখালি বাজার এলাকায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু'জনের। বাকি দুটজনের অবস্থা আশঙ্কজনক হওয়ায় তাঁদেরকে কৃষ্ণনগর জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই সোমবার সকালে মৃত্যু হয় আরও দুই কলেজ পড়ুয়ার।
প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মেরেছিল বাইকটি। অনেকের অভিযোগ ট্রাকের ধাক্কায় এই দুর্ঘটনাটি ঘটেছে। রাস্তায় ওই চার যুবকের দেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তেহট্ট থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে চারজনকেই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে দু'জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। বাকি দু'জনের অবস্থা আশঙ্কজনক হওয়ার কারণে কৃষ্ণনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেই আজ সকালে দুই ছাত্র মারা যান।