• সরস্বতী পুজো দেখে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ৪ পড়ুয়া
    বর্তমান | ০৩ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, তেহট্ট: সরস্বতী পুজোর আনন্দ উৎসবে বিষাদের ছোঁয়া। মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল চার পড়ুয়ার। রবিবার রাতে নদীয়ার তেহট্ট থানার অন্তর্গত করিমপুরের কানাইখালী বাজারে এই দুর্ঘটনা ঘটেছে। একটি বাইকেই ওই চার যুবক সওয়ার হয়েছিল বলে জানা গিয়েছে। দুর্ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।


    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ৪ পড়ুয়ার নাম সুমন মণ্ডল (১৮), দ্বীপ মণ্ডল (২০), তন্ময় বিশ্বাস (১৮) ও মণীশ বিশ্বাস (১৮)। এদের সকলেরই বাড়ি তেহট্ট থানার আস্তুল্লানগর এলাকায়।


    পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় তাঁরা ৪ জন মিলে করিমপুরে ঠাকুর দেখতে গিয়েছিল। একটি বাইকেই তাঁরা ফিরছিল। কিন্তু ফেরার পথে কানাইখালি এলাকায় একটি গাছে ধাক্কা মারে বাইকটি। প্রাথমিকভাবে পুলিসের অনুমান, ব্যাপক কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে।


    দুর্ঘটনার পরই তড়িঘড়ি স্থানীয়রা এসে চারজনকে উদ্ধার করে নাজিরপুর গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে দু’জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। অপর দু’জনকে প্রথমে তেহট্ট মহকুমা হাসপাতাল পরে শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। শক্তিনগর জেলা হাসপাতালেই মৃত্যু হয় বাকি দু’জনেরও।
  • Link to this news (বর্তমান)