• সরস্বতী পুজোর সকালে শীতের কামড় নেই, কুয়াশার চাদরে মুড়ে কলকাতা
    বর্তমান | ০৩ ফেব্রুয়ারি ২০২৫
  • ৩ ফেব্রুয়ারি, কলকাতা: বসন্ত পঞ্চমীর তিথিতে শহরের পাড়ায় পাড়ায় চলছে সরস্বতী পুজো। বিদ্যাদেবীর আরাধনায় স্কুলে স্কুলে ভিড় খুদেদের। তিথি অনুযায়ী দু’দিন পুজো হওয়ায় ‘খুশির প্রাণ গড়ের মাঠ’ পড়ুয়াদের। কারণ মজা হচ্ছে দ্বিগুণ। আজ পুজোর দ্বিতীয় দিনে আবহাওয়াও যেন অন্য রকম মুডেই ধরা দিল। সকাল থেকে কুয়াশার চাদর মুড়ে রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সকাল ১০টাতেও শহরের একাধিক অংশ থেকে কুয়াশা পুরোপুরি কাটেনি।


    যদিও কুয়াশা থাকলেও ঠান্ডার নামগন্ধ নেই। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ সোমবার, সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি ও ২১ ডিগ্রি সেলসিয়াস। গতকাল কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৬.৬ ডিগ্রি বেশি। গত ২৪ ঘণ্টায় কলকাতায় কোনও বৃষ্টিপাত হয়নি।


    অবশ্য সরস্বতী পুজোর দিন যে শহরের তাপমাত্রা এমন ‘উষ্ণ’ই থাকবে এ পূর্বাভাস আগেই দিয়েছিল হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, ২০১২ সালের পর থেকে চলতি বছরেই সবচেয়ে উষ্ণ জানুয়ারি মাসের সাক্ষী কলকাতা। অর্থাৎ গত ১২ বছরের নিরিখে ২০২৫ সালেই সবচেয়ে উষ্ণ জানুয়ারি দেখল কলকাতাবাসী। যার মূল কারণ হিসেবে দায়ী করা হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝাকেই।
  • Link to this news (বর্তমান)