• পুরোপুরি বিদায় নয় শীতের! ফের পারদ পতনের পূর্বাভাস হাওয়া অফিসের, দোসর কুয়াশা
    প্রতিদিন | ০৩ ফেব্রুয়ারি ২০২৫
  • নিরুফা খাতুন: লুকোচুরি খেলা অব্যাহত। সরস্বতী পুজোয় উষ্ণতার ছোঁয়া দিয়ে ফিরতে চলেছে শীত। এমনই পূর্বাভাস হাওয়া অফিসের। সপ্তাহের দ্বিতীয় দিন থেকে পারদ পতনের সম্ভাবনা। সপ্তাহান্তেও তাপমাত্রা থাকবে কম। দোসর ঘন কুয়াশা। দক্ষিণবঙ্গে তাপমাত্রার এমন খেলা চললেও উত্তরবঙ্গে আগামী পাঁচদিন আবহাওয়ার কোনও পরিবর্তন নেই। আবহবিদদের অনুমান, ফেব্রুয়ারির মাঝামাঝি বাংলা থেকে পাততাড়ি গোটাবে শীত।

    সোমবার ঘন কুয়াশায় ঢাকা ছিল কলকাতা ও সংলগ্ন জেলাগুলি। রোদের মুখ দেখা যায়নি অনেক বেলা পর্যন্ত। কুয়াশায় ব্যাহত হয়েছে যানচলাচল। ট্রেন থেকে বিমান, সবই চলছে অত্যন্ত ধীরগতিতে। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে এখন পারদ ওঠানামার খেলা চলবে। আগামী দু-তিনদিন তাপমাত্রা সামান্য কমতে পারে। মঙ্গলবার থেকেই দক্ষিণবঙ্গে তাপমাত্রা নিম্নমুখী হওয়ার সম্ভাবনা। পরবর্তী দুদিন উষ্ণতাবৃদ্ধি এবং সপ্তাহান্তে ফের পারদ পতন। চলতি সপ্তাহটা এভাবেই কাটবে। দক্ষিণের ৫ জেলায় কুয়াশার সতর্কবার্তা রয়েছে। দৃশ্যমানতা নেমে আসবে ৫০ মিটারে।

    আবহাওয়া দপ্তর সূত্রে খবর, অসম এবং রাজস্থানে রয়েছে জোড়া ঘূর্ণাবর্ত। ৩ ফেব্রুয়ারি থেকে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর পশ্চিম ভারতে। আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ৮ ফেব্রুয়ারি ঢুকবে। এছাড়াও জেড স্ট্রিম উইন্ড রয়েছে উত্তর ভারতে। দক্ষিণবঙ্গে মঙ্গলবার থেকে সামান্য নামতে পারে তাপমাত্রা। ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামতে পারে। শীতের আমেজ এখন কিছুটা থাকলেও ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকে শীতের বিদায় পর্ব শুরু। ঘন কুয়াশার সতর্কবার্তা হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতে। বাকি জেলাগুলিতে খুব সকালের দিকে হালকা মাঝারি কুয়াশা থাকতে পারে। আগামিকাল হালকা থেকে মাঝারি কুয়াশা দক্ষিণবঙ্গের জেলাতে। ঘন কুয়াশা সতর্কবার্তা আর থাকবে না। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

    উত্তরবঙ্গের চার জেলাতে আজ কুয়াশার দাপট। ঘন কুয়াশা থাকবে দার্জিলিং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায়। দৃশ্যমানতা নেমে আসবে ৫০ মিটারে। বাকি জেলাতে হালকা থেকে মাঝারি কুয়াশা। মঙ্গলবার থেকে কুয়াশার দাপট কমবে। আগামী ৪ থেকে ৫ দিন তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই। বেশিরভাগ জেলাতেই স্বাভাবিকের কাছাকাছি পারদ। কলকাতার পারদ স্বাভাবিকের তুলনায় যা প্রায় ৬.৬ ডিগ্রি সেলসিয়াস উপরে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের সামান্য নিচে। সকালে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি কুয়াশা। সকালে কুয়াশার পরিমাণ একটু বেশি। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২২.২ ডিগ্রি সেলসিয়াস। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৮১ থেকে ৯৫ শতাংশ।
  • Link to this news (প্রতিদিন)