• পুলিশে ছয়লাপ স্কুল চত্বর, উর্দিধারীদের ঘেরাটোপে বাণীবন্দনা নদিয়ায়
    এই সময় | ০৩ ফেব্রুয়ারি ২০২৫
  • কলকাতায় যোগেশচন্দ্র কলেজে হাইকোর্টের নির্দেশে পুলিশি প্রহরায় সরস্বতী পুজোর আয়োজন হয়েছে। একই দৃশ্য নদিয়াতেও। হরিণঘাটা নগরউখড়া দাসপোলডাঙা প্রাথমিক বিদ্যালয়ে সোমবার সরস্বতী পুজো হলো পুলিশের উপস্থিতিতে। নিরাপত্তার খাতিরে স্কুলের গেট বন্ধ করে বাণীবন্দনা ওই স্কুলে।

    অভিযোগ,এই স্কুলে পুজো বন্ধ রাখার হুমকি আসে প্রধান শিক্ষকের কাছে। হুমকির একটি ভিডিয়ো (যা যাচাই করেনি এই সময় অনলাইন) ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। বিষয়টি নিয়ে শুরু হয় রাজনৈতিক তরজাও। সরস্বতী পুজো বন্ধ রাখতে হুমকি দেওয়া হয়েছে খবর পেয়ে রবিবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ওই স্কুলে যান। পুজো বন্ধ হলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন তিনি।

    সূত্রের খবর, প্রধান শিক্ষক হরিণঘাটা থানায় যোগাযোগ করেন। পুলিশ আশ্বাস দেয় ওই স্কুলে তারা নিরাপত্তা দেবে। সেই আশ্বাস পেয়ে স্কুল কর্তৃপক্ষ পুজো আয়োজন করেন। পুজো শুরুর আগেই পুলিশ পৌঁছে যায় ওই স্কুলে।

    তবে, পড়ুয়া ও শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করতে গেট বন্ধ করে দিয়ে বহিরাগতদের স্কুলে প্রবেশ বন্ধ করে দেওয়া হয়। স্কুলে যান বিডিও মহাশ্বেতা বিশ্বাস। তিনি জানান, স্কুলে কোনও সমস্যা নেই। নির্বিঘ্নেই পুজোর আয়োজন করা হয়েছে। যদিও পুলিশ মোতায়েনের বিষয়টি নিয়ে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে কিছু বলতে চাননি।

    স্থানীয় তৃণমূল নেতা চঞ্চল দেবনাথ অভিযোগ করেন, শুভেন্দু অধিকারী রাজনীতি করতে স্কুলে গিয়েছিলেন। এসেছিল। এলাকার লোকজনের সহায়তায় পুজো হয়েছে। প্রসাদও বিলি হয়েছে। বিডিও মহাশ্বেতা বিশ্বাসও এসেছিলেন স্কুলে।

  • Link to this news (এই সময়)